মনিরুল হক, কোচবিহারঃ
বন্ধ্কে ঘিরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে শীতলখুচির গোঁসাইয়েরহাট এলাকায়। ওই ঘটনায় দুই পক্ষের ১৫ জন আহত হয়েছে। আহতদের শীতলখুচি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই ঘটনা নিয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে দোষ চাপিয়েছে।
তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়ক হিতেন বর্মণ বলেন, “জোর করে বন্ধ্ করাতে গেলে বিজেপির বিরুদ্ধে সরব হয় সাধারণ ব্যবসায়ীরা। তখন তাদের উপরে চড়াও হয় বিজেপি কর্মীরা।”
আরও পড়ুনঃ রেশন না পাওয়ায় ফের অভিযোগ দায়ের গ্রাহকদের
অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল কংগ্রেস বিশাল মিছিল নিয়ে গোঁসাইয়েরহাট বাজারে এসে জোর করে দোকান খোলার চেষ্টা করছিল। তখনই ওই গণ্ডগোল হয়। বিজেপির একটি দলীয় কার্যালয়ের উপরেও হামলা চালানো হয় বলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ।
এদিকে ওই সংঘর্ষের খবর পেয়ে শীতলখুচি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584