উন্নয়ন নিয়ে প্রথম বৈঠক কালনা ২ ব্লকে

0
74

শ্যামল রায়,কালনাঃ

শুক্রবার কালনা ২ নম্বর ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং মনিটরিং কমিটির চেয়ারপার্সনদের ও অফিসের কর্মচারীদের নিয়ে প্রথম উন্নয়নমূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো অফিসের কার্যালয়ে।
এই উন্নয়নমূলক সভাতে উপস্থিত ছিলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেবঘড়িয়া ও উন্নয়ন কমিটির সদস্য প্রণব রায়,সুদীপ কুণ্ডু সহ অনেকে।জানা গিয়েছে যে উন্নয়নের নিরিখে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রথম তিনটি গ্রাম পঞ্চায়েত হলো এই ব্লকের।একশো দিনের কাজে এই ব্লকের আটটি গ্রাম পঞ্চায়েত রয়েছে এর মধ্যে জেলার মধ্যে প্রথম তিনটি গ্রাম পঞ্চায়েত হলো আনুখাল, অকালপৌষ ও বৈদ্যপুর।এছাড়াও জেলার ১২ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সাতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে কালনা ২ নম্বর ব্লকে।তাই উন্নয়নে নিরিখে এই ব্লককে আরো গতিশীল করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই এই উন্নয়নমূলক মনিটরিং মিটিং অনুষ্ঠিত হয় এদিন।
ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব ঘড়িয়া জানিয়েছেন যে এক সপ্তাহের মধ্যে  একশো দিনের কাজ ও বাংলার আবাস যোজনা নিয়ে সার্ভে করে আরো কিভাবে গতি বাড়ানো যায় তার একটা মতামত দেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি।

নিজস্ব চিত্র

উন্নয়ন কমিটির সদস্য প্রণব রায় জানিয়েছেন যে উপপ্রধান দের কাজ হবে একশো দিনের কাজে মাটি কাটার কাজটা খুব গুরুত্ব দিয়ে নিজেকেই দেখতে হবে। তিনি জানিয়ে দিয়েছেন যে পূর্ব বর্ধমান জেলার মধ্যে এই ব্লক উন্নয়নের দিক থেকে প্রথম স্থান অধিকার করে তার জন্য আমাদের সকলকে দায়িত্ব সহকারে কাজ করতে হবে।ইতিমধ্যেই আমাদের ব্লক পূর্ব বর্ধমান জেলার মধ্যে যেমন প্রথমদিকে রয়েছে তেমনি রাজ্যের ক্ষেত্রেও আমাদের ব্লকের একটি গ্রাম পঞ্চায়েত প্রথম হয়েছে। তাই উন্নয়নের গতি ধারা অব্যাহত রাখার উপর তিনি বেশি গুরুত্ব আরোপ করেছেন সেই সাথে আরো নতুন নতুন করে কর্মসংস্থানমুখী কি ধরনের উন্নয়নমূলক কাজ করা যায় সে বিষয়ে সকলকে আর্জি জানিয়েছেন উপস্থিত আধিকারিক এবং নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা।

আরও পড়ুনঃ নবদ্বীপে বাউল ফকির মেলা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here