নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
বিগত সব রেকর্ড ভেঙে ক্রমশ তাপমাত্রা বেড়েই চলেছে কানাডা ও আমেরিকার উত্তরপশ্চিম অংশে। কানাডার ওপর দিয়ে সর্বোচ্চ উষ্ণতার তাপপ্রবাহ বয়ে গিয়েছে বুধবার। ওইদিন ওরেগনে মৃত্যু হয়েছে ৬৩ জনের, পোর্টল্যান্ডের মাল্টানোমা কাউন্টিতে মৃত্যুর সংখ্যা ৪৫। সবকটি ক্ষেত্রেই মৃত্যুর প্রাথমিক কারণ হাইপারথারমিয়া।
ব্রিটিশ কলাম্বিয়ায় গত ৫ দিনে প্রাণ হারিয়েছেন ৪৮৬ জন। মাল্টানোমা কাউন্টির হেলথ অফিসার এই তাপপ্রবাহের ঘটনাকে ‘ প্রকৃতস্বাস্থ্য সংকট’ বলে ব্যাখ্যা করেছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘আমি আশা করছি এই পরিস্থিতি খুব বেশিদিন স্থায়ী হবেনা।’ তবে পরিবেশের পরিবর্তনে উদ্বিগ্ন তিনিও।
ওয়াশিংটন ডিসি থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেন,’ আবহাওয়ার এই পরিবর্তন জন্ম দিতে পারে দীর্ঘ মেয়াদী খরা পরিস্থিতিরও।’ প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর সবথেকে বেশি সংখ্যায় দাবানল প্রত্যক্ষ করেছে আমেরিকা।
আরও পড়ুনঃ প্রয়াত ইরাক যুদ্ধের মূল কারিগর প্রাক্তন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড
ব্রিটিশ কলাম্বিয়ার একটি ছোট গ্রাম লিটন। সেখানে সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪৯.৬° সেলসিয়াস। আমেরিকার উত্তর-পশ্চিমে ওয়াশিংটন এবং ওরেগনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৮° সেলসিয়াসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584