করোনার উপসর্গ নিয়ে মৃত্যু তুফানগঞ্জের এক ব্যবসায়ীর, চাঞ্চল্য এলাকায়

0
65

মনিরুল হক, কোচবিহারঃ

করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হল তুফানগঞ্জের এক ব্যবসায়ীর। ওই ঘটনা চাউর হতে না হতেই রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় লোহাগাড়ি বাজার এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Corona dead body | newsfront.co
প্রতীকী চিত্র

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২০ বছর আগেই ওই ব্যক্তি পরিবার সহ শিলিগুড়িতে চলে যান। সেখান থেকে পরিবার ছেড়ে একাই ফিরে আসেন তুফানগঞ্জে। সেখানে মাছ ধরার জাল বুনে নিজের খাবার জোগার করতেন। এই দোকানই ছিল তাঁর সংসার। নিজের আপন বলতে ভাগ্নে, শ্যালক ছিল তুফানগঞ্জেই। তবে তাঁরাও খুব একটা আসতেন না।

বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, গলা ব্যথায় ভুগছিলেন ওই ব্যবসায়ী। এলাকায় বিষয়টি নিয়ে প্রথমদিন থেকে চাঞ্চল্য ছিল। তাঁকে বারবার চিকিৎসকের পরামর্শ নিতে বলা হলেও তিনি নেন নি। স্বাভাবিকভাবেই মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যে ওই ব্যবসায়ীর দোকান সহ বাজার স্যানিটাইজ করা হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুনঃ পারিবারিক বিবাদ ছড়াল হাসপাতালের ইমারজেন্সি পর্যন্ত! আহত ৬, ধৃত ৩

লোহাগাড়ি বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘গতকাল ওই ব্যক্তির মৃত্যুর কিছুক্ষণ আগে থেকেই আমরা কয়েকজন ঘটনাস্থলে ছিলাম। তাঁর শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হচ্ছিল। শেষে কোনও উপায় না পেয়ে আমরা তুফানগঞ্জ থানায় যোগাযোগ করি। ঘটনাস্থলে পুলিশের পৌঁছোতে সময় লাগে। করোনা উপসর্গ থাকায় কেউ ওই ব্যবসায়ীর কাছে যেতে চাননি। দোকানেই মারা যান তিনি।

আরও পড়ুনঃ দীপাবলী হোক দূষণহীন- নিষিদ্ধ হোক বাজি! মুখ্যমন্ত্রীকে ফের চিঠি চিকিৎসক ফোরামের

শেষে রাতে প্রশাসনের হস্তক্ষেপে দেহটি উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তুফানগঞ্জ পুলিশের এক আধিকারিক।‘

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here