নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আলাদিনের আশ্চর্য প্রদীপ ঘষলেই তা থেকে ‘জিন’ বেরিয়ে আলাদিনের কথা মতো সব কাজ করতো। আরব্য রজনীর গল্পকথায় রয়েছে সেই আশ্চর্য প্রদীপ। কিন্তু বাস্তবেও যে আশ্চর্য প্রদীপ থাকতে পারে তা কি কোনোভাবেই বিশ্বাস করা যায়? নাহ্, যায় না।

আর এ কথা বিশ্বাস করলেই মীরাটের চিকিৎসকের মতো ঠকবেন আপনিও। একুশ শতকেও আশ্চর্য প্রদীপের গল্প সত্যি মনে করে ঠকলেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মীরাটে।
আলাদিনের আশ্চর্য প্রদীপ গছিয়ে দিয়ে এক বিলেত ফেরত ডাক্তারের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় দুই ঠগ। তাও আবার দু’বছর সেই প্রদীপ না ঘষার জন্য সতর্ক করেছিল ওই দু’জন। দু’বছর পর সেই প্রদীপ ঘষে কোনও কাজ না হওয়ায় পুলিশের দ্বারস্থ হন চিকিৎসক লায়েক খান। তাঁর অভিযোগের ভিত্তিতে ইকরামুদ্দিন ও আনিস নামে দুই জালিয়াতকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফের ঘোষিত লকডাউন এড়াতে প্যারিসের রাস্তায় ৭০০কিমি ট্র্যাফিক জ্যাম
অভিযোগে লায়েক খান জানান, আলাদিনের আশ্চর্য প্রদীপ আর তাতে জিন আছে বলে দুই প্রতারক তাঁকে আড়াই কোটি টাকায় সেটা গছিয়ে দেয়। এও বলে দেয়, আগামী দু’বছর সেই প্রদীপ না ঘষার জন্য, তাতে পরিবারে অনিষ্ট হতে পারে। স্টিলের তৈরি ওই প্রদীপটাকে সোনালি রং করে তা সোনার বলে দাবি করে দুই জালিয়াত।
আরও পড়ুনঃ বিনা লাইসেন্সে খাবার বিক্রি করলে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা, অনাদায়ে জেল
শুধু তাই নয়, চিকিৎসক জানিয়েছেন, মীরাটে ফেরার পর তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। তারপর অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই দুজনের অভিশাপেই নাকি তাঁর সন্তান অসুস্থ হয়ে পড়ে।
আরও পড়ুনঃ জরিমানার বহর দেখে স্কুটার রেখে হাঁটা ধরলেন মালিক
এরপরই দুই প্রতারক চিকিৎসকের কাছে ৫০ লক্ষ টাকা দাবি করে। নাহলে কালা জাদু করে পরিবারের অনিষ্ট করবে বলেও হুমকি দেয়। সেইসময় মন্ত্রোপুত জিনিস খাইয়ে নাকি চিকিৎসককে বশ করেছিল ওরা।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জিনবিদ্যার নাম করে মানুষকে বোকা বানানোর কারবার চালাত ইক্রামুদ্দিন ও আনিস। প্রথম ভিজিটিং কার্ড দিয়ে গ্রাহকদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিত ওরা। কেউ কেউ টাকাও দিয়ে দিত ওদের। তারপর ভয় দেখিয়ে, তাদের কাছ থেকে সুদে আসলে দ্বিগুণ টাকা উসুল করত এই দুই জালিয়াত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584