হেতালখালী থেকে উদ্ধার বিশালাকৃতির কচ্ছপ

0
66

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের হেতালখালীর গঙ্গার ধার থেকে উদ্ধার করা হল এক বিশালাকৃতির কচ্ছপ। কচ্ছপটির আনুমানিক ওজন ২০ কেজির মতন। প্রতিদিনের মতন আজও সত্যজিৎ সিং নামে স্থানীয় এক মৎস্যজীবী সকাল আটটা নাগাদ গঙ্গায় মাছ ধরতে গিয়ে তারই জালে ধরা পড়ে এই বিশাল কচ্ছপটি।

Turtle | newsfront.co
বিশালাকৃতি কচ্ছপ ৷ নিজস্ব চিত্র

সত্যজিৎ বাবু বিশাল ওই কচ্ছপটি একা টেনে তোলা সম্ভব হচ্ছে না দেখে চেঁচিয়ে স্থানীয় একটি ক্লাবের যুবকদের ডাকতে থাকে। মূলত ওই ক্লাবের ৫ জন যুবকই গঙ্গা থেকে কচ্ছপটিকে উদ্ধার করে পারে নিয়ে আসে।

Tortoise rescue | newsfront.co
নিজস্ব চিত্র

হালকা হলুদ বর্ণের কচ্ছপ আগে কখনও এই এলাকায় দেখা গেছে বলে তেমন কোন ধারণা স্থানীয় বাসিন্দাদের নেই। বিশালাকার কচ্ছপটি দেখতে আশেপাশের বহু মানুষ ভিড় জমান।

আরও পড়ুনঃ বিরল হীরে মিলল রাশিয়ায়, রং গাঢ় হলুদ

খবর দেওয়া হয় মহেশতলা থানায়। আপাতত মহেশতলা থানা তাদের নিজেদের হেফাজতে কচ্ছপটিকে রাখলেও মঙ্গলবার বিকেল বেলায় বন দফতর মহেশতলা থানা থেকে কচ্ছপটিকে সংগ্রহ করবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here