নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
লকডাউনে দিন আনা দিন খাওয়া ও এলাকার দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে তাদের সাহায্য করতে এগিয়ে এল এক সংগঠন। মূলত তারা গত ২২ শে মার্চ থেকে শুরু করে নিয়মিত ভাবে প্রায় এলাকার পাঁচ শতাধিক পরিবারকে রান্না করে খাবার পৌঁছে দেওয়া উদ্যোগ নেয় পশ্চিম মেদিনীপুরের খড়গপুর শহরের তালবাগিচা বঙ্গ যুব শক্তি নামক এক সমাজ সেবা সংগঠন।
এদিন তাদের এই উদ্যোগে শামিল হলেন স্থানীয় তালবাগিচা হাই স্কুলের শিক্ষক, শিক্ষিকা সহ শিক্ষা কর্মীরা।বাংলা নববর্ষের প্রথম দিনে স্কুলের প্রধান শিক্ষক সনৎ ঘোষ যুবশক্তির প্রাণপুরুষ জহরলাল পালের হাতে মোট ৫০১০১ টাকার চেক তুলে দেন।
আরও পড়ুনঃ টানা ছুটিতে পঠন-পাঠন চালাতে স্কুলগুলিতে শুরু হবে ই-ক্লাস পরিষেবা
এছাড়াও স্বেচ্ছাসেবী সংস্থা “বর্ণ টু” হেল্পের পক্ষ থেকেও ১০০০০ টাকা তুলে দেওয়া হয়।শুধু তাই নয়, জানা গেছে বিভিন্ন সমাজসেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এই সংগঠন। এছাড়াও বর্তমান সময়ে এই সংগঠন এলাকার দুঃস্থ পরিবার থেকে শুরু করে দারিদ্র সীমার নীচে বসবাসকারি মানুষদের পাশে দাঁড়ানোর ফলে, যথেষ্ট আপ্লুত হয়েছে এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584