থ্যালাসেমিয়া রোগীদের কথা চিন্তা করে, স্বেচ্ছায় রক্তদান যুবকের

0
30

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনে সবথেকে বেশি সমস্যার সন্মুখীন হচ্ছে হাসপাতালের রোগীরা। কারন এই লকডাউনের ফলে বিভিন্ন সমাজসেবী সংগঠনগুলি স্বেচ্ছায় ব্লাড ক্যাম্প করতে পারছে না।

blood donation | newsfront.co
স্বেচ্ছায় রক্তদান যুবকের। নিজস্ব চিত্র

তার জেরে দেখা দিয়েছে ব্যাপকহারে রক্তের সঙ্কট। আর এই রক্তের সঙ্কটে সব থেকে বেশি সমস্যায় পড়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। আর এই করোনা ভাইরাস সংক্রমণের ভয়কে দুরে সরিয়ে, এক থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীকে রক্ত দিয়ে সাহায্য করলেন এক যুবক।

আরও পড়ুনঃ করোনা প্রতিরোধে অর্থ সাহায্য সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত দান করলেন এক সমাজসেবী সংগঠনের সদস্য বিশ্বদীপ চক্রবর্তী।

তবে এ বিষয়ে তিনি বলেন, “করোনা ভাইরাস হওয়ার জন্য গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। আর তার জেরেই রাজ্যের বিভিন্ন এলাকায় হচ্ছে না রক্তদান শিবিরের ক্যাম্প। আর এই ক্যাম্প না হওয়ার জন্য, এই সময়টায় ভীষন ভাবে রক্ত সংকট দেখা দিয়েছে। তাই সকলের উচিত লকডাউনকে সাথে নিয়েই, এই মহৎ দানে এগিয়ে আসা। তাহলে যারা এই রোগে আক্রান্ত, তারা হয়তো বিনা রক্তে প্রান হারাবে না।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here