রাজ্যজুড়ে শুরু হবে স্কুল পড়ুয়াদের আধার কার্ডে নাম নথিভুক্তকরণ

0
116

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

এবার সারা রাজ্যে শুরু হতে চলেছে স্কুল পড়ুয়াদের আধার কার্ডে নাম নথিভুক্তকরণের কাজ। এর জন্য কেন্দ্রীয় সরকারের ইউআইডিএআই অথোরিটি আধার কিট দেবে। আর জরুরি ভিত্তিতে স্কুল পড়ুয়াদের নাম আধার কার্ডে নথিভুক্ত করাবেন ডিআই বা স্কুল পরিদর্শক।

Aadhar ID

রাজ্যজুড়ে আধার নিয়ে পাইলট প্রজেক্ট শুরু হবে আগামী ১ অক্টোবর। চলবে ৮ অক্টোবর পর্যন্ত। শুধুমাত্র কর্মব্যস্ত দিনেই এই নথিভুক্ত করার কাজ হবে। এরপর পুজোর ছুটি শুরু হয়ে যাবে। তাই আবার পুজো মিটলে প্রত্যেক পড়ুয়ার আধার নম্বর নথিভুক্ত করার কাজ শুরু হবে। মূলত, নবম এবং দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরই আধার ‘এনরোলমেন্ট’ হবে। পরবর্তীতে উচ্চ শিক্ষা, জিইই কিংবা এনইইটি-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ুয়াদের আধার কার্ড প্রমাণপত্র হিসাবে জমা দিতে হবে।

আরও পড়ুনঃ ধাক্কা রাজ্যের, আমফান দুর্নীতি মামলায় রাজ্যের তদন্ত রিপোর্ট গ্রহণ করল না হাইকোর্ট

পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়াদের মধ্যে কতজনের আধার কার্ড নেই, সে সংক্রান্ত একটি তালিকা তৈরির জন্য এবং যাঁদের আধার কার্ড রয়েছে, তাদের সেই নম্বর রাজ্যের পোর্টালে নথিভুক্ত করা রয়েছে কি না, সে সংক্রান্ত আরও একটি তালিকা তৈরির জন্য পুজোর আগেই এই পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here