অভিজিৎ এর ‘বেঁচে থাক’ নচিকেতার কন্ঠে

0
527

ওয়েবডেস্ক,কলকাতাঃ

সঙ্গীতপ্রেমী দের হৃদয় জয় করতে আসছে “বেঁচে থাক”….যখন সময় থমকে দাঁড়ায়। স্বপ্নে পাওয়া এই গান সময়, চিনিয়েছিল তাকে। সময় আসুক বা ,না আসুক নচিকেতা চক্রবর্তী কোনো দিন থেমে থাকেন নি। থাকার চেষ্টাও করেন নি। আগুন পাখির ডানায় ভর করে কত শত ভাবনার পারাপার। নচিকেতা , তার সমস্ত গানে বেঁচে থাকার কথা বলেছেন। সেই বেঁচে থাকার চেষ্টা বোধ করি কলম ছুয়েঁছে, অভিজিৎ পালের।

হাওড়ার ছেলে অভিজিৎ পালের নেশা হলো গান ও কবিতা লেখা।কথায় কথায় অভিজিৎ জানালেন, কি ভাবে মাত্র ৩০ মিনিটের মধ্যেই নচিকেতা , অভিজিতের বেসিক সিঙ্গেল ‘
“বেঁচে থাক’ গানটা গাইতে রাজী হয়ে গেলেন।”এ তো আমার কাছে অস্কার জয়ের মতো ঘটনা” জানালেন অভিজিৎ। অভিজিৎ পাল আরও জানালেন,স্টুডিও ওএইচডির কর্ণাধার অভিজিত মন্ডল না থাকলে এই কাজ সম্ভব হতো না। অভিজিৎ পালের এই স্বপ্ন পূরণে এগিয়ে এসে মিউজিক অ‍্যারেঞ্জমেন্ট করেছেন মৈনাক সিনহা, সাউন্ড মাস্টারিং করেছেন সৌমজিৎ নাথ।গানে সুর দিয়েছেন সুমন সাহা।

অভিজিৎ পাল আরও বলেন, “গানটা যখন লিখি সুমন সাহা কে সুর করতে দি, গান টা শুনেই মৈনাক দা আমাকে বলেছিলেন, এই গান দাদা( নচিদা) ছাড়া কেউ গাইতে পারবে না।কেউ জাস্টিফাই করতেই পারবে না, দেখিস।”

আগামী ২২ জুন “বেঁচে থাক” এই সিঙ্গেল গানের মিউজিক ভিডিওটি ইউটিউবে স্টুডিও ওএইচডি চ‍্যানেলে মুক্তি পাচ্ছে। অভিজিৎ পালের শুভানুধ্যায়ীদের মনে করছেন নচিকেতা চক্রবর্তীর কন্ঠে গাওয়া এই গান সঙ্গীত প্রেমীদের হৃদয় জয় করবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here