গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অসংরক্ষিতদের সংরক্ষিত আসনে ভর্তির অভিযোগ

0
68

হরষিত সিংহ মালদাঃ গৌড়বঙ্গ বিশ্ব বিদ্যালয়ে তপশিলি উপজাতিদের সংরক্ষিত আসনে আনান্য সাধারণ পড়ুয়াদের ভর্তির অভিযোগ তুলে জেলা শাসককে ডেপুটেশন দিল অল আদিবাসী স্টুডেন্টস অর্গানাইজেসন। এদিন প্রায় শতাধিক আদিবাসী পড়ুয়া এক বিশালরালি করে জেলা শাসককে ডেপুটেশন দেয়। বিক্ষোভকারী পড়ুয়াদের অভিযোগ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। সেখানে ছয় শতাংশ আসন আদিবাসী পড়ুয়াদের জন্য সংরক্ষিত রয়েছে। কিন্তু তাদের অভিযোগ তাদের সংরক্ষিত আসনে সাধারণ পড়ুয়াদের ভর্তি নেওয়া হচ্ছে। ফলে সুযোগ পাচ্ছেনা আদিবাসী পড়ুয়ারা।

ছবিঃঅভিষেক দাস

তার প্রতিবাদে সোমবার অল আদিবাসী স্টুডেন্টস অর্গানাইজেসনের পক্ষ থেকে মালদা শহরে এক বিক্ষোভ মিছিল করে আদিবাসী পড়ুয়ারা। জেলা প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়। এদিন তাদের বিক্ষোভের জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় প্রশাসনিক ভবন চত্বরে। এদিন তারা তাদের ডেপুটেশনটি জেলা শাসক কৌশিক ভট্টাচার্যের হাতে তুলে দেয়। সমস্যার সমাধান না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানিয়েছেন ছাত্ররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here