সুদীপ পাল,বর্ধমান
প্রচার সভা শেষে দলীয় প্রচার ট্যাবলো ও কর্মীদের উপর হামলার অভিযোগ তুলল বিজেপি। অভিযোগের তীর এই রাজ্যের শাসক দল তৃণমূলের দিকে। ৩২ নং ওয়ার্ডের পলাশডিহায় বিজেপি প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া প্রচার শেষ হয়ে করে বের হয়ে যাওয়ার পরেই একটি ট্যাবলোসহ ছিঁড়ে দেওয়া হয় ফেস্টুন, দলীয় ব্যানার।

বিজেপি কর্মী সমর্থকদের বক্তব্য, এই অঞ্চলে বিজেপি কর্মীদের সমর্থন ক্রমশই বাড়ছে। তাই ভয় পেয়ে তাঁদের আটকাতে এই রাজ্যের শাসক দল এই ধরনের ঘটনা ঘটলো। কর্মীদের উপর আঘাত হানলো। স্থানীয় পুরপিতা মানস রায় ও তাঁর অনুগামীরা এই ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ করছেন বিজেপি কর্মীরা। যদিও মানসবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সাধারণ মানুষ বিজেপির উপর বিরক্ত। তাই ক্ষুব্ধ হয়ে এই ঘটনা সাধারণ মানুষই ঘটিয়েছে বলে মত তাঁর। যদিও বিজেপির অভিযোগ পুলিশ প্রশাসনের সামনে এই অত্যাচার হল অথচ তাঁরা নীরব ছিলেন।
আরও পড়ুনঃ বিজেপির পঞ্চায়েত সদস্যকে মারধোর,অভিযোগ অস্বীকার তৃণমূলের
তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলেই মন্তব্য করেন। বিজেপি যা আশ্বাস দিয়েছিল তা পূরণ করতে পারেনি। মানুষ আর বিজেপিকে সহ্য করতে পারছে না তাই এই কাণ্ড ঘটিয়েছে বলে তিনি মনে করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584