শ্যামল রায়,পূর্বস্থলীঃ
পূর্বস্থলী এক নম্বর ব্লকের অধীন বগপুর গ্রাম পঞ্চায়েতের কড়াইল গ্রামে এক বিজেপি মহিলা কর্মীর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতারা।আহত বিজেপির মহিলা মোর্চার সদস্য সবিতা সাঁতরা।তিনি আহত অবস্থায় চাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন।যদিও এই ধরনের হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।তাই বিজেপি মহিলা নেত্রীর ওপর হামলার ঘটনা ঘিরে এলাকায় অভিযোগের পর পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে।
বিজেপির মণ্ডল কমিটির সভাপতি বিধান ঘোষ অভিযোগ করেছেন যে সবিতা সাঁতরা একশো দিনের কাজের টাকা না পাওয়ার কারণে টাকা চাইতে গেলেই তাকে গ্রামছাড়া করার হুমকি দেয় তৃণমূলের নেতারা।আরো অভিযোগ যে ওই টাকা নেতাদেরকে দিতে হবে বলা হয়েছে,এমনটাই অভিযোগ বিধান ঘোষের। তাই মহিলা মোর্চার সদস্য সবিতা সাতরার উপর হামলা সংঘটিত হয়েছে।
বিধান ঘোষ জানিয়েছেন যে বিজেপি মহিলা নেত্রীর উপর হামলার ঘটনা নাদনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার ঘর জানিয়েছেন যে বিজেপির আভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে গন্ডগোল এবং হামলার ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।মিথ্যে ভাবে তৃণমূলকে জড়াচ্ছে বিজেপি।এই হামলার পিছনে তৃণমূলের কোন কর্মী-সমর্থক জড়িত নয়। বিজেপির কোন রাজনৈতিক ইস্যু না থাকার কারণে মিথ্যে ভাবে মানুষের সামনে মিথ্যা অপপ্রচার করে বাজিমাত করতে চাইছে, যা কখনোই উন্নয়ন এর কাছে ঠাঁই পাবে না।
আরও পড়ুনঃ লরির ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584