হরষিত সিং, মালদহঃ
ফেনসিডিল পাচারকারী সন্দেহে এক যুবককে গুলি করে মারার অভিযোগ উঠল ভারতীয় সীমান্ত বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।রবিবার ভোরে মালদহের কালিয়াচক থানার শ্মশানী বিওপি এলাকার চকমাইলপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃত যুবকের নাম হৃদয় ঘোষ(২৬)।বাড়ি কালিয়াচক থানার শ্মশানী গৌয়ালপুর গ্রামে।জানা গিয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের কালিয়াচকের শ্মশানী বিওপি এলাকায় মোতায়েন রয়েছে ভারতীয় সীমান্ত বাহিনীর ২৪ নম্বর ব্যাটেলিয়ান। প্রতিদিনের মত রবিবার ভোরে শ্মশানি এলাকার চকমাইলপুর সীমান্তে পাহারা দিচ্ছিল জওয়ানেরা।অভিযোগ সেই সময় বেশ কয়েকজন পাচারকারী কাঁটা তারের বেড়া পেরিয়ে ফেনসিডিল পাচারের চেষ্টা করে।দেখে ফেলেন কর্মরত জওয়ানেরা।পাচারকারীদের বাধা দিতে গেলে তারও পাল্টা হামলা চালায় বলে অভিযোগ।সেই সময় জওয়ানেরা গুলি ছুঁড়লে মৃত্যু হয় এক পাচারকারীর।সীমান্ত এলাকায় আমবাগানের মধ্যে দেহটি পড়ে থাকে।বিষয়টি গ্রামবাসীরা জানতে পারলে তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ।স্থানীয় ও পরিবারের লোকেরা জানায়,মৃত যুবক জাতী ব্যবসা করত।তবে পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল কিনা বিষয়টি তাদের জানা ছিলনা। তবে ঘটনার ম্যাজিট্রেট পর্যায়ের তদন্তের দাবী তুলেছেন পরিবার ও স্থানীয়রা।
আরও পড়ুনঃ স্কুলবাসে যৌননিগ্রহের শিকার প্রথম শ্রেণীর স্কুলছাত্রী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584