ধলপলে নিশীথের রোড-শোতে পাথর ছোঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

0
43

মনিরুল হক,কোচবিহারঃ

Accusation of throwing stone at road show of nishith
নিজস্ব চিত্র

বিজেপির রোড-শো কে ঘিরে তুফানগঞ্জের ধলপলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, এদিন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ধলপলে গেলে তাঁর রোড-শোর উপরে পাথর ছোড়া হয়।তখন পুরো রোড-শো ছত্রভঙ্গ হয়ে যায়।পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে তৃনমূল কংগ্রেস কর্মীরাও রাস্তায় দাড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর পর্যন্ত বিজেপি প্রার্থী সেখান থেকে বের হতে পারে নি বলে জানা গিয়েছে।
জানা গেছে, এদিন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিকের সমর্থনে একটি রোড-শো করা হয়।সেই রোড-শোতে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী নিশীথ প্রামানিক।অভিযোগ, তাঁদের রোড-শোকে লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোড়া হয়।

Accusation of throwing stone at road show of nishith
নিজস্ব চিত্র

এ বিষয়ে কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা বলেন, “আজ নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে আমাদের প্রার্থী নিশীথ প্রামানিকের রোড-শো ছিল।ওই রোড-শো ধলপলে গেলে,তৃনমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলে শুনেছি।দলীয় কর্মীদের সাথে যোগাযোগ হলেও প্রার্থীর সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।”

আরও পড়ুনঃ তমলুকের তৃণমূল প্রার্থীর রোড শো

Accusation of throwing stone at road show of nishith
নিজস্ব চিত্র

অন্যদিকে তৃনমূল কংগ্রেসের দাবি,নিজেদের মধ্যে ঝামেলা পাকিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছে বিজেপি।ওই ঘটনার সাথে তৃনমূলের কোন সম্পর্ক নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here