ছোট আঙারিয়া শহীদ স্মরণে সভায় অভিযুক্তদের রঙ বদলের অভিযোগ তৃণমূলের

0
207

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ছোট আঙারিয়ার গণহত্যার কুড়ি বছর বর্ষপূর্তিতে এনআরসি ও সিএএ নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব।

উল্লেখ্য, ২০০১ সালের ৪ই জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ছোট আঙারিয়া এলাকায় ঘটেছিল গণহত্যা। অভিযোগ ওঠে গুলি করে, মুন্ডুচ্ছেদ করে খুন করা হয় পাঁচজন তৃণমূল কর্মীকে। শুধু তাই নয় এলাকার বাসিন্দা বক্তার মণ্ডলের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই দিন।

স্মরণ সভা। নিজস্ব চিত্র

আর এই দিনেই প্রত্যেক বছরই তৃণমূলের তরফ থেকে শহীদদের স্মরণ সভার আয়োজন করা হয়। শনিবার ছিল সেই স্মরণসভারই দিন। যেখানে একের পর এক জেলা নেতৃত্ব বক্তব্য রাখেন। বক্তব্য রাখতে গিয়ে মূল একটা বিষয়ের উপরে জোর দেয় তৃণমূল নেতৃত্ব। এনআরসি ও সিএএ নিয়ে সরব হয়েছিল তৃণমূল নেতৃত্ব।

জনসমাবেশ। নিজস্ব চিত্র

এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন ২০০১ সালের ৪ ই জানুয়ারি এখানে যে আগুন জ্বালিয়ে ছিল, তারপর এখান থেকেই বিপ্লবের হিসাব ছড়িয়ে পড়ে গোটা রাজ্যে। আর এই বিপ্লবে শামিল হয়েছিল তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি আরো বলেন সেই সময় আবার এসেছে, কিছু লোক পুরনো রং পাল্টিয়ে নতুন রঙের শামিল হয়ে এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে। তাদের হাত গুলো ভেঙে দেবেন, গুড়িয়ে দেবেন। কারণ তৃণমূল সরকারের আমলে যে শান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সে যেই হোক না অশান্ত করতে এলে তার তীব্র বিরোধিতা করবেন।

এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ-কেও কড়া নিন্দায় খোঁচা দেন। তিনি বলেন তিনি সকাল হলেই কুড়িটা কমান্ডো নিয়ে হাঁটতে হাঁটতে চা খেতে যান আর বলেন চায় পে চর্চা। শুধু তাই নয় তিনি আরো বলেন এই সময় বাংলায় গুরুত্বহীন যে মানুষ তিনি হলেন দিলীপ ঘোষ। এভাবেই কড়াভাষায় দিলীপ ঘোষের উপর চড়াও থাকেন তৃণমূল জেলা সভাপতি।

তবে যাই হোক প্রথম দিক থেকেই এনআরসি ও সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল জেলা সভাপতি। তিনি আবার পরিষ্কার করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন এই রাজ্য ছেড়ে কাউকে যেতে হবে না, অর্থাৎ এনআরসি এরাজ্যে হবে না। এইদিন স্মরণসভায় নিহত পরিবারদের আর্থিক অনুদান সহ নানান সামগ্রী তুলে দেওয়া হয়। এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা, গড়বেতার বিধায়ক আশীষ চক্রবর্ত্তী, ব্লক সভাপতি সুব্রত ঘোষ সহ অন্যান্য ব্লক তৃণমূল নেতৃত্ব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here