সুজয় প্রসাদের আড্ডাঘরে প্রথম অতিথি ঋত্বিক চক্রবর্তী

0
400

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতা, বাচিক শিল্পী তথা সঙ্গীত শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় নিয়েছেন এক দারুণ উদ্যোগ। ডিজিটাল প্ল্যাটফর্মে আড্ডা বসাবেন তিনি। অর্থাৎ আড্ডানুষ্ঠান। যার পোশাকি নাম ‘আড্ডাঘর’। ‘ঘোষ কোম্পানি’র সঙ্গে সুজয়ের ‘এস পি সি ক্র্যাফট’-এর যৌথ উদ্যোগে এই অভিনব অনুষ্ঠান৷ আর তা দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্মে।

Addaghar | newsfront.co

তবে, প্রতিদিন নয়। প্রতি মাসের তৃতীয় এবং চতুর্থ রবিবারে বসবে আড্ডা। এ শহরে সুজয় প্রসাদই প্রথম যাঁর হাত ধরে অন গ্রাউন্ডে আসা চ্যাট শো ‘জাস্ট মাই ওয়ে অ্যান্ড কনভারসেশন’ সাফল্যের সঙ্গে পার করেছে দুটি সিজন। আর এবার ‘আড্ডাঘর’।

Sujay Prasad | newsfront.co

আড্ডাঘরের আড্ডায় শুধু সিনেমা কিংবা অন্যান্য সাংস্কৃতিক দিক নয়, উঠে আসবে সামাজিক, অর্থনৈতিক এমনকী অনিশ্চয়তায় ভরা পেশাদুনিয়ার কথাও। হাজির থাকবেন নানা ক্ষেত্রের অতিথিরা। ২১ জুন মাসের তৃতীয় সপ্তাহের শুরুয়াত। ওই দিন থেকেই ‘আড্ডাঘর’-এ বসবে আড্ডা। রাত ৮ টায় সুজয়ের সঙ্গে আড্ডা দেবেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

Hrithik Chakraborty | newsfront.co

জুম লিঙ্কে বসবে আড্ডা। এক সময়ে ৫০ জন দর্শক দেখতে পাবেন এই আড্ডা। অর্থাৎ ৫০ জনকে যুক্ত করা হবে জুম কনভারসেশনে। এবং দেখার জন্য নাম রেজিস্ট্রি বা নাম নথিভুক্ত করা আবশ্যক।

আরও পড়ুনঃ লকডাউনে ‘ভালোবাসা আবাসন’-এ মৎস্য অভিযান

সুজয়ের এই অভিনব এবং সাহসী উদ্যোগে খুশি হয়ে ঋত্বিক চক্রবর্তী বলেন, সুজয় গুণী মানুষ। আমি খুব খুশি। এরকম একটা অনুষ্ঠানের জন্য টেলিভিশন কিংবা ও টি টি প্ল্যাটফর্ম থেকে ডাক পাওয়ার আগে নিজেই হাঁটতে শুরু করলেন নিজের ভাবনার পথে। অপেক্ষায় আছি কবে আমি আমার হৃদয়ের দুয়ার খুলব আড্ডাঘরে গিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here