AFSPA বাতিলের দাবিতে সরব কনরাড সাংমা, নাগাল্যান্ড থেকে আফস্পা তুলে নেওয়ার দাবি রিও-র

0
71

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

AFSPA বাতিল করার দাবিতে এবার সরব হলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিতে শনিবার মৃত্যু হয় ১৪ জন গ্রামবাসীর। পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এদিনের ঘটনায় প্রাণ গিয়েছে নিরাপত্তা বাহিনীর এক জওয়ানেরও।

Conrad Sangma
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা

এদিন একটি টুইট করে সরাসরি AFSPA প্রত্যাহার করার দাবি তুলেছেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি তথা মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। উল্লেখ্য, ন্যাশনাল পিপলস পার্টি এনডিএ জোটেরও সদস্য।

নাগাল্যান্ড, আসাম, মণিপুর এর কিছু অংশ এবং অরুণাচল প্রদেশের কিছু অংশে কার্যকরী AFSPA, ২০১৮ সালে মেঘালয় থেকে প্রত্যাহার করে নেওয়া হয় AFSPA।

আরও পড়ুনঃ নাগাল্যান্ডে সেনার গুলিতে গ্রামবাসীদের মৃত্যুর ঘটনায় লোকসভায় বিবৃতি দিলেন অমিত শাহ

সোমবার আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও-ও। তিনি বলেন,”দেশের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করছে এই আইন।“ সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই নাগাল্যান্ড থেকে আফস্পা প্রত্যাহার করার বিষয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here