তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
পঞ্চায়েত নির্বাচনের দুই মাস আগে থেকে আজ পর্যন্ত গ্রামের পঞ্চায়েত গুলিতে নেই কোন কাজ।তাই একটা কাজের খোঁজে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আসা দিন মজুরেরা শহরের মহেন্দ্রগঞ্জ নাট মন্দিরের কাছে ডালি কোদাল নিয়ে কাজের আসায় অপেক্ষা করলেও নেই কোন কাজ। ধনকোল গ্রাম পঞ্চায়েতের ডালিমগাঁও থেকে আসা দিন মজুর পাতানু দেবশর্মা এক প্রশ্নের উত্তরে বলেন পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে গ্রামের সব কাজ কর্ম বন্ধ। গ্রাম পঞ্চায়েত নতুন করে গঠন না হওয়া পর্যন্ত কোন কাজ পাওয়া যাবেনা ।কাজ না পাওয়ায় আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। সাত সকালে আট মাইল দূর মুস্তাফানগর থেকে সাইকেল চেপে কালিয়াগঞ্জ শহরে কাজ পাবার আশায় বসে আছি সকাল থেকে।কিন্তু কোন কাজ পাচ্ছি না।বললেন মুস্তাফানগর গ্রামের মহম্মদ আশফাক আলী। আশফাক আলী ক্ষোভের সাথে বলেন বাবু গ্রাম পঞ্চায়েতে আমরা কাজ চাইলেও আমাদের কাজ দেওয়া হয়না। মুখ চিনে চিনে পঞ্চায়েতের কাজ দেওয়া হয়।তৃণমূল হলে কাজ পাওয়া যায়। কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিনয় বর্মন ক্ষোভের সাথে জানায় আমি আজ পর্যন্ত সরকারের দেওয়া দুই টাকা কেজি চাল পাইনি।গ্রামের ভালো অবস্থা যাদের তাদেরকেই পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে।পাইনি একটি শৌচাগার।গ্রামের অবস্থা যাদের ভালো তাদেরকে পঞ্চায়েতের মেম্বার বাবুরা টাকা নিয়ে নিয়ে সরকারি বাড়ি দিচ্ছে।আমরা মেম্বার বাবুদের টাকা দিতে পারিনা তাই আমাদের মত গরীব মানুষদের বাড়ী দেওয়া হয়না। কালিয়াগঞ্জের বরুনা গ্রামের সার্জেন হেমরম বলেন এই গ্রামের আগের পঞ্চায়েত প্রধান একশো দিনের কাজ আমাদের গরীব মানুষদের দেয়নি। মুখ দেখে দেখে একশো দিনের কাজ দিয়েছে।
এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল দলকে আমরা গ্রামের মানুষ হটিয়ে দিয়ে বিজেপিকে আনছি। কালিয়াগঞ্জ ব্লকের ৮টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এবার ৫টা গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে আমরা এবার সরকারের সুযোগ সুবিধাগুলো পাবো বলে আশা করছি। গ্রামের লোকদের বেছে বেছে সরকারি সুযোগ দেওয়া হচ্ছে কেন এই প্রশ্নের উত্তরে কালিয়াগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক পরিমল দাস বলেন পঞ্চায়েত নির্বাচনের জন্য এসব কিছু দেখা হয়নি।তা ছাড়া আমাদের কাছেএসব নিয়ে কোন অভিযোগও আসেনি। তবে নিশ্চয় এসব দেখা হবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের দিন মজুরদের দাবি গ্রাম পঞ্চায়েত থেকে তাদের কাজ দেওয়া হোক।কাজ না পেলে তাদের পেটের ভাত জোগাড় করে সংসার চালানো কোন ভাবেই সম্ভব হচ্ছেনা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584