লাগাতার লোডশেডিং,বিক্ষোভ বিদুৎ দফতরে

0
40

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Agitation at power office
নিজস্ব চিত্র

ফালাকাটা বিদ্যুৎ দপ্তরে চরম উত্তেজনা।যদিও আজ পঁচিশে বৈশাখ বিদ্যুৎ দপ্তর বন্ধ কিন্তু রীতিমত বিল নেওয়া হচ্ছিল। জনতা উত্তেজিত হয়ে ওই বিল নেওয়া বন্ধ করে দেয়।

দশ দিন থেকে নেই বিদ্যুৎ পরিষেবা,বার বার বিদ্যুৎ দপ্তরের টোল ফ্রী নম্বরে ফোন করে কাজ হয়নি কোন এই অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফালাকাটা বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা।

Agitation at power office
নিজস্ব চিত্র

ঘটনা ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের কাঁঠাল বাড়ি গ্রামের।গত দশ দিন থেকে গ্রামে নেই বিদ্যুৎ পরিষেবা। তাই আজ বিক্ষোভে সামিল হল গ্রামের বাসিন্দারা।

Agitation at power office
তাপস রায়,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এই গ্রামে মোট রয়েছে প্রায় চারশোটি পরিবার দশদিন থেকে পাচ্ছে না বিদ্যুৎ পরিষেবা।বার বার টোল ফ্রী নম্বরে ফোন করে লাভ হয়নি কোন।সন্ধ্যা নামার সাথে সাথে গোটা গ্রাম অন্ধকার হয়ে পড়ছে,নেই বিদ্যুৎ পরিষেবা।অবিলম্বে বিদ্যুৎ পরিষেবা স্বভাবিক করার দাবী জানিয়ে আজ আমরা এখানে সামিল হয়েছি।

আরও পড়ুনঃ পানিট্যাঙ্কিতে ব্রাউন সুগার সহ গ্রেফতার এক মহিলা

Agitation at power office
নিজস্ব চিত্র

জানা গেছে,ওই এলাকায় কোন ‘ট্রান্সফরমার’ বিকল হয়ে যাবার জন্য বিদ্যুৎহীন গোটা গ্রাম।এই বিষয়ে ফালাকাটা বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার প্রশান্ত মন্ডল সাথে যোগাযোগ জন্য অফিসে যাওয়া হলে অফিস বন্ধ থাকার দরুন তাকে ফোন করা হলে ও তিনি ফোন না তুলায় যোগাযোগ করা যায়নি।ঘটনায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here