ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
কোভিড কবলে কার্যত বিপর্যস্ত গোটা দেশ। দেশে দৈনিক সংক্রমনের হার কিছুটা কমলেও চোখ রাঙাচ্ছে মৃত্যুর পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় মৃত্যু আবারও পেরিয়েছে ৪০০০- এর গণ্ডি। এই পরিস্থিতিতে পাঞ্জাবে ৩১ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়ানোর নির্দেশ জারি হয়েছে। সে রাজ্যে আগেই জারি ছিল কঠোর নিষেধাজ্ঞা, এবার তার সময়সীমা বৃদ্ধি করা হল।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং আজ এই কথা জানান। তিনি বলেন, রাজ্যের কোভিড পজিটিভিটি ও সিএফআর রিপোর্টের ভিত্তিতে সমস্ত বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল।
Punjab CM Captain Amarinder Singh orders extension of all existing restrictions up to May 31, with directions for strict enforcement of all the curbs: State government
"DCs will continue to determine the opening of shops in a staggered manner," he says. pic.twitter.com/DtgKzI5PA9
— ANI (@ANI) May 16, 2021
আরও পড়ুনঃ ২৪মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ল দিল্লিতে
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584