নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
কোভিডে মৃত রোগীর পরিবারের হাতে ধরানো হল বিশাল অঙ্কের বিল। অভিযোগ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। বিলের অঙ্ক দেখে রীতিমত চক্ষু চড়কগাছ রোগীর পরিবারের। ৩৬ ঘণ্টায় ১২ লাখ টাকা বিল ধরানো হয়েছে ওই পরিবারকে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তা পুনর্বিবেচনা করে দেখা হবে।
এ বিষয়ে ওই হাসপাতালের সিইও বলেন, ‘একমো সাপোর্টের জন্যই এত বিল এসেছে। একমো সাপোর্ট দিয়ে করোনা রোগীদের বাঁচানোর শেষ চেষ্টা করা হয়। এই মেশিন ইনস্টলেশন করতেই খরচ হয় প্রায় ছ’লাখ টাকা। এছাড়া চিকিৎসার আরও অন্যান্য খরচ তো রয়েছেই। তবে ওই বিলটি পুনরায় খতিয়ে দেখা হবে।’
আরও পড়ুনঃ জামিনে স্থগিতাদেশের পর চার হেভিওয়েট প্রেসিডেন্সি জেলে, পরে মদন শোভন হাসপাতালে
রোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১৪ মে দুপুর ১২টা ১৮ মিনিটে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৫৭ বছর বয়সী করোনা আক্রান্ত ওই রোগীকে। ১৬ তারিখ দুপুর ২টা ৩০ মিনিটে মৃত্যু হয় ওই রোগীর। এরপর পরিবারের লোকেরা ডেথ সার্টিফিকেট নিতে গেলে ৩৬ ঘণ্টার হিসাবে তাঁদের হাতে ১১ লক্ষ ৯৩ হাজার ৮৬০ টাকার বিল ধরানো হয়! বিল দেখেই মাথায় হাত মৃতের পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584