জুতোর বরাত ঘিরে বেনিয়মের অভিযোগ, জনস্বার্থ মামলার হুমকি

0
240

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

allegations of Corruption surrounded shoes | newsfront.co
নিজস্ব চিত্র

জুতোর বরাত নিয়ে দুর্নীতির অভিযোগ আনলেন মুর্শিদাবাদের শিক্ষক নেতা তন্ময় ঘোষ।
তন্ময় বাবু বলেন,কোনো এক অদৃশ্য কারণে বিধি নিয়মের তোয়াক্কা না করে,কোনো টেন্ডার না ডেকে নির্দিষ্ট কোম্পানি বা সংস্থাকে জুতোর বরাত পাইয়ে দেওয়া হচ্ছে,ফলে প্রাথমিক বিদ্যালয়ে যে জুতো দেওয়া হচ্ছে তা অতি নিম্নমানের।

allegations of Corruption surrounded shoes | newsfront.co
নিজস্ব চিত্র

তন্ময় বাবু আরও,বলেন মুখ্যমন্ত্রী বার বার নেতা কর্মী মন্ত্রীদের কাটমানি নেওয়া থেকে বিরত থাকতে বলছেন।তাতেও কমছেনা কাটমানি নেওয়ার বহর,জুতোর বরাতের দুর্নীতির তদন্তের জন্য তন্ময় বাবু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

allegations of Corruption surrounded shoes | newsfront.co
নিজস্ব চিত্র

তন্ময় বাবু বলেন মুখ্যমন্ত্রী কোনো সদর্থক ভূমিকা না নিলে আমরা জুতোর বরাত কিভাবে হলো তা আরটিআই(রাইটস টু ইনফরমেশন) করে জানতে চাইব।

তথ্য জানার অধিকার আইনে সন্তোষজনক উত্তর না পেলে আমরা উচ্চ আদালতে জনস্বার্থ মামলা করবো।

allegations of Corruption surrounded shoes | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে প্রথম থেকে চতুর্থ শ্রেণীকে জুতো দেওয়া হচ্ছে কিন্তু যারা ছোট, প্রাক-প্রাথমিকে পড়ে তাদের জুতো দেওয়া হচ্ছেনা।

এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছেন মুর্শিদাবাদ জেলার শিক্ষক নেতা তন্ময় ঘোষ।

আরও পড়ুনঃ বহিরাগতদের নিয়ে এবিভিপি’র প্রতিষ্ঠা দিবস পালন,অভিযোগ টিএমসিপি’ র

তন্ময় বাবু বলেন কচি কচি শিশু (প্রাক প্রাথমিক) দের জুতো না দিয়ে সরকার অন্যায় করছে।শিশু মন এর ফলে কষ্ট পাবে।মেলা খেলা উৎসব ক্লাবকে দেদার টাকা দেওয়া হচ্ছে অথচ প্রাক প্রাথমিকে শিক্ষার্থীদের জুতো দেওয়ার টাকা নেই – এটা মেনে নেওয়া যায় না।

অতি শীঘ্র প্রাক প্রাথমিক শ্রেণীর সকল শিশুকে জুতো দেওয়ার ব্যবস্থা সরকারকে করতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here