নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করল কালচিনি ব্লক নাগরিক যুব মঞ্চ।বৃহস্পতিবার কালচিনি ব্লক নাগরিক যুব মঞ্চের সদস্যরা কালচিনি বিডিও র হাতে সেই আর্থিক অনুদান তুলে দিয়েছে বলে জানা গেছে।
এদিন রাজ্য সরকারের ইমার্জেন্সি রিলিফ ফান্ডে ৪১ হাজার টাকার একটি চেক তুলে দেন। কালচিনি নাগরিক যুব মঞ্চের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত, গোটা বিশ্ব জুড়ে মহামারি আকার ধারণ করেছে এই মারণ রোগ করোনা ভাইরাস। তেমনি পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি জেলায় মারাত্মকভাবে থাবা বসিয়েছে এই ভাইরাস।
আরও পড়ুনঃ সাত দিনের মধ্যে এনআরএস মেডিক্যাল কলেজে চালু হবে করোনা ওয়ার্ড
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কঠিন পরিস্থিতিতে মোকাবিলা করতে রাজ্য সরকারের একটি ত্রাণ তহবিল গঠন করেন। সেখানে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী সেই তহবিলে আর্থিক অনুদান পাঠাচ্ছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584