পিয়ালী দাস, বীরভূমঃ
২০২১ সালের বিধানসভা নির্বাচনে অপরাজেয় থাকতে বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলায় মহাযজ্ঞ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেন, কঙ্কালীতলা সতীপীঠের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মার যোগ রয়েছে। সতীপীঠ কঙ্কালীতলায় আজকের যজ্ঞকে ‘মহা বিজয় যজ্ঞ’ নামে নামাঙ্কিত করলেন অনুব্রত মণ্ডল।
একান্ন পুরোহিত, একান্ন কেজি ঘি, আড়াই কুইন্টাল কাঠ দিয়ে সকাল থেকে শুরু হয় এই যজ্ঞ। অনুব্রত মণ্ডল বলেন আগে যখন রাজারা যুদ্ধে যেত তখন তারা যজ্ঞ করেই যুদ্ধে যেত সেই যজ্ঞের নাম ছিল ‘মহা বিজয়া যজ্ঞ’ সামনের বিধানসভা ভোট সেই ভোটকে উদ্দেশ্য করেই এই যজ্ঞ। সামনের বিধানসভা তৃনমুল কংগ্রেস ২২০ থেকে ২৩০ টি পাবেন বলেই তিনি আশাবাদী এবং তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজভাতখাওয়াতে শুরু হল ডুয়ার্স ট্যুরিজম অ্যান্ড কালচারাল কার্নিভাল ২০২১
আরও পড়ুনঃ করোনাতঙ্ক কাটিয়ে টুসু উৎসবে সামিল জঙ্গলমহল
তিনি আরও বলেন বিজেপির কাছে হিন্দুত্ব শিখবো না, কারন তিনি হিন্দু এছাড়া বিজেপিকে আলাদা করে কোন বার্তা তিনি দিতে চান না ‘মহা বিজয় যজ্ঞ’ টাই বিজেপির কাছে একটা বার্তা। আজকের যজ্ঞ থেকে বাংলায় বিজেপির পতন শুরু হবে। গত দু’বছর আগে বীরভূম সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঙ্কালীতলাকে নতুন রূপে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক বীরভূমের অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে কঙ্কালীতলা সতীপীঠ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91-9593666485