নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
টেলিপর্দায় ফের আরও এক মেয়ের লড়াইয়ের গল্প। এবারের সেই লড়াকু, দৃঢ়চেতা নায়িকা চরিত্রের নাম অপু থুড়ি অপরাজিতা। অপু মফস্বলের প্রাণোচ্ছল মেয়ে। তাকে ডাকাবুকো বললেও ভুল বলা হয় না।
মা, বাবা, দুই দাদা ও দিদিকে নিয়ে তাদের ভরা সংসার। অপুদের বাবার বক্তব্য, ছেলেরা লেখাপড়া করে
চাকরি করবে সংসারের হাল ধরবে আর মেয়েরা বিয়ে করে শ্বশুরবাড়ি গিয়ে ঘরকন্যাকরবে। সেটাই তাদের আসল কাজ।
কিন্তু মেয়ে অপু মন দিয়ে লেখাপড়া করে সরকারি চাকরি করে পরিবারের পাশে দাঁড়াতে চায়। অপুর দিদি সুপর্ণার বিয়েতে শাশুড়ি পণ চাইলে অপু পুলিশের ভয় দেখিয়ে পণ নেওয়া আটকায় ও দিদির বিয়ে ভাঙতে
দেয় না।
আরও পড়ুনঃ শীতের শহরে আসছেন জুনিয়র বচ্চন
এমন সময় অপুর জীবনে আসে দিপু। দিপু হল অপুর দিদি সুপর্ণার দেওর। দিপুর কাছে তার মায়ের কথা শেষ কথা।আর সুপর্ণার শাশুড়ি ও দিপুর মা চায় না বাড়ির কোনও মেয়ে বা বউ চাকরি করুক। অপু আর দিপুর মধ্যে একটা প্রেমের রসায়ণ তৈরি হবে তা বুঝতে বাকি নেই কারোই৷
আরও পড়ুনঃ ত্রিকোণ সম্পর্কে ইন্দ্রজিৎ
কিন্তু দিপুদের রক্ষণশীল পরিবার কি মেনে নেবে অপুর জেদ আর স্বপ্ন? অপু কি সমাজ-সংসারের সব বাধা পেরিয়ে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে? এই প্রশ্ন সামনে রেখেই সুশান্ত দাসের প্রযোজনায় আসছে নতুন ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। মুখ্য দুই চরিত্রে রোহন ভট্টাচার্য এবং নবাগতা সুস্মিতা দে।
এছাড়াও রয়েছেন সঞ্জীব সরকার, সোমা ব্যানার্জি, নন্দিনী চ্যাটার্জি, সুরজিত ব্যানার্জি, শৈবাল ভট্টাচার্য সহ আরও অনেকে। আগামী ৩০ নভেম্বর থেকে সোম থেকে শনি রাত সাড়ে ৮ টায়, জি বাংলায় দেখুন ‘অপরাজিতা অপু’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584