মালদহ থেকে উদ্ধার কিষানগঞ্জ থেকে অপহৃত কিশোর,গ্রেফতার অপহরণকারী

0
93

হরষিত সিংহ,মালদহঃ

Arrested Kidnappers
উদ্ধার হওয়া অপহৃত কিশোর। ছবিঃ অভিষেক দাস

বিহারের কিষানগঞ্জ থেকে অপহৃত কিশোরকে মালদহ শহরের স্টেশন রোড এলাকা থেকে উদ্ধার করল বিহার পুলিশের এক বিশেষ টিম ও ইংরেজবাজার থানার পুলিশ।গ্রেফতার হয়েছে মূল অপহরণকারী সহ এক মহিলা।রবিবার গভীর রাতে স্টেশন রোড এলাকায় হানা দিয়ে পুলিশ উদ্ধার করে কিশোরকে।গত ২৫ আগষ্ট অভিযুক্ত অপহরণকারী বিহারের কিষানগঞ্জ জেলার ধর্মগঞ্জ থেকে ওই কিশোরকে অপহরণ করে।কিষানগঞ্জ থানায় অভিযোগ দায়ের হলে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত অপহরণকারীর নাম অরুণ কুমার।বাড়ী বিহারের সুদল জেলার যদিয়া থানার ভাগালি এলাকায়।ধৃত মহিলার নাম মঞ্জু দেবি।বাড়ি বিহারের উত্তরপালী এলাকায়।অপহৃত কিশোরকে দেখভাল করার জন্য আয়া হিসাবে ওই মহিলাকে রেখেছিল মূল অভিযুক্ত।অপহৃত কিশোকের নাম প্রিয়াংশু কুমার।বাবা শ্যামনন্দন পোদ্দার। বাড়ি বিহারের কিষানগঞ্জের ২৮ নম্বর ওয়ার্ডের ধর্মগঞ্জ এলাকায়।গত ২৫ আগষ্ট প্রিয়াংশুকে অপহরণ করে বাবার কাছে মুক্তিপণ হিসাবে পাঁচ লক্ষ টাকা দাবী করে অভিযুক্ত।এদিন অপহরণকারীর ফোন পেয়ে স্থানীয় কিষানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন শ্যামনন্দন পোদ্দার।পুলিশের একটি টিম তৈরী করে ঘটনার তদন্তে নামে বিহার পুলিশ।মোবাইল ফোনের সূত্র ধরে তদন্তে নেমে মালদহে পৌঁছায় পুলিশের তদন্তকারী দলটি।ইংরেজবাজার থানার পুলিশের সহযোগিতা নিয়ে রবিবার রাতে শহরের স্টেশন রোড এলাকায় হানা দিয়ে উদ্ধার করে কিশোরকে।পুলিশের প্রাথমিক আনুমান টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে ওই কিশোরকে অপহরণ করে অভিযুক্ত।সোমবার ধৃত দুই জনকে মালদহ জেলা আদালতে পেশ করে তিন দিনের পুলিশি হেপাজতে নিয়ে বিহারের কিষানগঞ্জ নিয়ে যায় বিহার পুলিশের বিশেষ দলটি।

আরো পড়ুনঃ শ্রমিক সংগঠনের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে বন্ধ বাস

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here