সুদীপ পাল,বর্ধমানঃ
গলসি থানার মনোহর সুজাপুরে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বপন মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করল পুলিশ। চোলাই বিক্রি ও বিস্ফোরক আইনের মামলা রয়েছে তার নামে। এজন্য পূর্বেও গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্তকে। উল্লেখ্য, ভোটে জেতা গলসি ১ ব্লকে মনোহরপুর-সুজাপুর পঞ্চায়েত সদস্য সাবেদ আলি মল্লিকের ছেলে সহরম মল্লিকের পায়ে কুড়ুলের কোপ মারা হয়েছিল। সহরম তাদের বীজতলায় জল দিতে গেলে তার উপর চড়াও হয় একদল দুষ্কৃতি। বেধড়ক মারধরের পর কুড়ুল দিয়ে তার পায়ে কোপ মারা হয়।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধারের পর তাকে প্রথমে পুরশা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ উঠেছিল, যুব সভাপতি পার্থ মন্ডলের অনুগামীরা সাবেদ আলিকে পঞ্চায়েত সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় এবং নির্দেশ না মানলে পরিবার সমেত প্রাণে মারার কথাও বলা হয়।
ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হলে তাকে পাঁচদিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম রঞ্জিনী কাশ্যপ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584