গণতন্ত্রের মাপকাঠিতে বাংলাদেশ নেপালের চেয়েও খারাপ অবস্থা ভারতের, সমীক্ষা রিপোর্ট

0
219

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘ইলেক্টোরাল ডেমোক্রেসি’ থেকে ভারতবর্ষের নতুন পরিচয় ‘ইলেক্টোরাল অটোক্রেসি’-সুইডেনের ডেপুটি ফরেন মিনিস্টার রবার্ট রিডবার্গের উপস্থিতিতে University of Gothenburg এর V-dem Institute ডেমোক্রেসি রিপোর্ট, ২০২১ প্রকাশিত হয়েছে এই তথ্য।

PM Narendra Modi | newsfront.co

ডেমোক্র্যাসি রিপোর্ট ২০২১ এ ভারতবর্ষকে এখন পাকিস্তানের মতই অটোক্রেটিক বলা হয়েছে এবং গণতন্ত্রের মাপকাঠিতে ভারতবর্ষ বাংলাদেশ এবং নেপালের চেয়েও খারাপ অবস্থায় রয়েছে।

“ইলেক্টোরাল ডেমোক্রেসি” থেকে ভারতবর্ষের নতুন পরিচয় “ইলেক্টোরাল অটোক্রেসি”। সুইডেনের V-DEM ইনস্টিটিউটের গবেষণা একথাই বলছে। V-DEM রিপোর্ট ২০২০-তে বলা হয়েছিল ভারতীয় জনতা পার্টির শাসনকালে ভারতবর্ষ স্বৈরাচারী শাসনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ পাঁচ রাজ্যে নির্বাচনের আগে ইলেক্টরাল বন্ড স্কীমে স্থগিতাদেশের আর্জি এডিআর-এর

সুইডেনের ডেপুটি ফরেন মিনিস্টার রবার্ট রিডবার্গের উপস্থিতিতে University of Gothenburg এর V-dem Institute ডেমোক্রেসি রিপোর্ট, ২০২১ প্রকাশিত হয়েছে বুধবার। রিপোর্টে বলা হয়েছে গত ১০ বছরে ক্রমশ স্বৈরাচারী শাসনের দিকে এগিয়ে চলেছে। সবথেকে বেশি স্বাধীনতা খর্ব হয়েছে সংবাদ মাধ্যম, শিক্ষাবিদ বা চিন্তাশীল ব্যক্তিত্বদের এবং সমাজ কর্মীদের।

আরও পড়ুনঃ ভোট নিয়ে ব্যস্ত অধীর, লোকসভায় জাতীয় কংগ্রেসের দলনেতা রভনীত

গত বছর পর্যন্ত এই রিপোর্টে বলা হয়েছিল যে ভারত স্বৈরাচারী শাসনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। কিন্তু এই বছর আরো বেশি তথ্য যাচাই করে ও সেই সব তথ্য পর্যালোচনা করে ডেমোক্র্যাটিক রিপোর্টের রায়, ২০১৯ সালের পর থেকে ভারতবর্ষকে গণতান্ত্রিক ব্যবস্থার মাপকাঠি অনুযায়ী স্বৈরাচারী শাসন ব্যবস্থার গণ্ডিতেই রাখা সম্ভব। ‘ইলেক্টোরাল ডেমোক্রেসি’ থেকে ভারত এখন ‘ইলেক্টোরাল অটোক্রেসি’- তে পরিণত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here