বাবার পথে দুই রাঘবকন্যা, ‘পরম্পরা’ নিয়ে এল আশা অডিও

0
103

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

আশা অডিও সংস্থার নয়া নিবেদন-‘পরম্পরা’। রাঘব চট্টোপাধ্যায়ের দুই কন্যা আনন্দী চট্টোপাধ্যায় এবং আহিরী চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় করাল আশা অডিও। রাঘব চট্টোপাধ্যায়ও তাঁর সুরেলা কণ্ঠে ভিডিওতে হাজির হয়েছেন। গানটি গেয়েছেন আনন্দী চট্টোপাধ্যায়। সুর করেছেন আহিরী চট্টোপাধ্যায়। গানের কথা লিখেছেন উৎপল দাস। সঙ্গীতায়োজনে প্রত্যুষ ব্যানার্জি।

মিউজিক্যাল ভিডিওটি এখন আশা অডিওর ইউটিউব চ্যানেল এবং সমস্ত সঙ্গীত প্ল্যাটফর্মে পাড়ি দিলেই দেখা ও শোনা যাবে।

আরও পড়ুনঃ ‘আলো ছায়া’-তে সোমা ব্যানার্জির আগমন

আশা অডিওর তরফে অপেক্ষা লাহিড়ীর বক্তব্য অনুযায়ী, “আমরা সংগীতজগতে প্রথমবারের মতো আনন্দী এবং আহিরীকে পরিচয় করিয়ে দিচ্ছি। রাঘব দা’র সঙ্গে তাঁদের মিলিত এই কাজটি সৃজনশীল করে তুলেছে। সকলের সঙ্গে কাজ করা সামগ্রিকভাবে একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমরা আশাবাদী যে গানটি শ্রোতারা পছন্দ করবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here