নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা ক্রিকেটার অশোক দিন্দার নাম ঘোষণা হওয়ার পর থেকেই প্রচারকার্যে নেমে পড়েছে বিজেপি নেতৃত্ব।
দেওয়াল লিখনের মাধ্যমে ভোট প্রচারের পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার শুরু করে দিয়েছে বিজেপি নেতৃত্ব। বৃহস্পতিবার তমলুক ডিএম অফিসে মনোনয়নপত্র জমা দিলেন ময়না বিধানসভার বিজেপি প্রার্থী ক্রিকেটার অশোক দিন্দা।
এদিন মনোনয়পত্র জমা দেবার সময় সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, ময়নার মানুষ আর পুরোনো বিধায়কের চায় না। তাই এবার ময়নায় বিজেপি জিতবে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর চোট আঘাত নিয়ে বিজেপি কোনও রাজনীতি করবে নাঃ শমীক ভট্টাচার্য
তিনি আরও বলেন যেভাবে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা এখানকার মানুষ পাচ্ছেন না সেইসব প্রকল্পের যাতে সুবিধা পায় তার জন্যই ভোটের ময়দানে নামা। তবে জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবেই আশাবাদী তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584