ভর সন্ধ্যায় ইংরেজবাজারে ছুরিকাহত স্কুল পড়ুয়া

0
58

হরষিত সিংহ,মালদহঃ

নৈশভ্রমণে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হল দুই স্কুল পড়ুয়া।এমনকি তাদের তিনটি মোবাইল নিয়ে চম্পট দেয় আক্রমণ কারীরা,এমনটাই অভিযোগ।ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মালদহের ইংরেজবাজার শহরের মোকদমপুর বাঁধ এলাকায়।গুরুতর জখম অবস্থায় এক পড়ুয়া বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন।রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।

আক্রান্ত স্কুল পড়ুয়া।ছবিঃঅভিষেক দাস

মালদহ শহরের মোকদমপুর এলাকায় মহানন্দার বাঁধের সৌন্দর্যায়ন করেছে ইংরেজবাজার পুরসভা।নিয়মিত এই বাঁধে শহরের বাসিন্দারা প্রাত ও নৈশ্যভ্রমণে আসেন।প্রতিদিনের মত বুধবার সন্ধ্যায় এই বাঁধে ঘুরতে আসে শহরের আরবিন্দ পার্কের বাসিন্দা তুষার ঝাঁ ও এয়ারভিউ কমপ্লেক্সের বাসিন্দা সৌভিক সাহা। দুই জনেই দ্বাদশশ্রেণীর পড়ুয়া।অভিযোগ সন্ধ্যা নাগাদ বাঁধে হাঁটাচলা করার সময় প্রায় সাত জনের এক দুষ্কৃতি দল তাদের ঘিরে ফেলে। ছুরি দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। ছুরির আঘাতে গুরুতর জখম হয় তুষার ঝাঁ। সে মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতিরা তাদের মোবাইল ছিনিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়দের সাহায্য জখম তুষারকে মালদহ মেডিকেলে নিয়ে আসে অপর বন্ধু।পরিবারের লোকেরা খবর পেয়ে ছুটে আসে।রাতেই ইংরেজবাজার থানায় অভিযোগ জানায় পরিবারের লোকেরা। তবে শহরের জনবহুল এলাকায় এমন দুষ্কৃতি হামলার ঘটনায় আতঙ্কে রয়েছেন শহরের বাসিন্দারা। তবে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুনঃ বেহাল সপ্তমুখী নদী ব্রিজ,আতঙ্ক

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here