পিয়ালী দাস, বীরভূমঃ
“চোর কখনো ধর্মের কথা শোনে না,” তাই রাতে বাড়িতে আসা চোর এদের সাথে কোন রকম আপস নয়।রাজনগরে সভাতে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কর্মীদের উদ্দেশ্যে বলেন সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় পাড়াতে বাড়িতে চোর এসে পড়ছে শুনছি, একদম ভয় পাবেন না চোর দেখলেই মেরে হাত-পা ভেঙে গুঁড়িয়ে দিন,তারপর বাকিটা আমরা বুঝে নেব। হাত পা ভাঙ্গা আগে কোন রকম চিন্তা করবেন না।
রাজনগর থেকে সব সেরে অনুব্রত মণ্ডল সিউড়ি শহরে বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দি রায়ের সমর্থনে এক বিশাল রোড শো করেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাত-পা ভাঙ্গার ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে রাখলেই চোর আসছে,তাই বলেছি চোর হাতেনাতে ধরা পড়লে বিনা ভাবনায় মেরে হাত-পা ঘুরিয়ে দিন তারপরে পুলিশের হাতে তুলে দিন।আর কিছুদিন পরেই দেখা যাবে গাদাগাদা চোর হাত পা ভাঙ্গা অবস্থায় হাসপাতালে ভর্তি হচ্ছে,কারো দেখবেন মাথায় ব্যান্ডেজ, কারো হাতে, কারো পায়ে, নানা রকমের ব্যান্ডেজ দেখতে পাবেন। তবে চোরের আছে কি চুরি করতে আসছে তা অনুব্রত মণ্ডল স্পষ্ট করে বলেননি।
সাংবাদিকদের তরফ সে প্রশ্ন করা হয় যদি চোরকে কেন্দ্রীয় বাহিনী পাহারা দেয় সে বিষয়ে কি বলবেন,উত্তরে অনুব্রত মণ্ডল জানান কেন্দ্রীয় বাহিনী আসছে নিরপেক্ষ ভোট করাতে কার বাড়িতে চোর ঢুকলো না ঢুকলো সেটা ওদের এক্তিয়ারের মধ্যে পরে না। যদি কেন্দ্রীয় বাহিনী বেশি দালালি করে তাহলে মানুষ ওদের দালালি ছুটিয়ে দেবে। আগামী ২৪ তারিখ বোলপুরে নির্বাচনী সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,সে বিষয়ে তিনি বলেন, বাগাল মে ছাগলদের ছেড়ে দেয় বিভিন্ন মাঠে ঘাস খাওয়ার জন্য,তো বীরভূমে কচি ঘাস আছে তাই ছাগল পাগলের দল আসছে ঘাস খেতে। এতে অত ভাবার কিছু নেই।
আরও পড়ুনঃ দুবরাজপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত ১৪
বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধ কুমার মন্ডল বলেন,এ তো সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে হুমকি কার্যত খুনের হুমকি,এইসব কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পায়ের তলা থেকে মাটি হারিয়ে ফেলেছে৷ যে মা মাটি মানুষের কথা সারাদিন মুখে আওড়ায় সে মা-মাটি-মানুষের একবিন্দুও সমর্থন ওদের পক্ষে আর নেই।তাই ভয় পেয়ে ভয় দেখানোর কাজ শুরু করেছে, কিন্তু এতে কোনো লাভ হবে না।মানুষ পদ্ম ফুলের পক্ষে রায় দেবে এবং বিপুল ভোটে বি.জে.বি প্রার্থী কে জয়ী করে নরেন্দ্র মোদির হাত শক্ত করবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584