এক টাকা কম ভাড়া দেওয়ায় যাত্রীকে বেধড়ক মারধোর অটো ড্রাইভারদের

0
48

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ  

এক টাকা কম ভাড়া দেওয়ার অপরাধে যাত্রী কে বেধড়ক মারধর করে কয়েকজন অটো চালক মিলে।দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডির ঘটনা।এই মারধোর করার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকেও মারধর করা হয়। তাঁর দোকান ভাঙচুর চালানো হয়। এরপর ক্ষুব্ধ জনতা মহীপাল-বংশীহারী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুশমণ্ডি থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাজু সরকার নামে এক যাত্রী অটোয় কুশমণ্ডি থেকে মহীপাল যান। তিনি পাঁচটাকা ভাড়া দেন অটো চালককে। অটো চালক ছয় টাকা ভাড়া দাবি করে। এনিয়ে সাজুর সঙ্গে চালকের বচসা শুরু হয়। সাজুকে তখন কয়েকজন অটো চালক মারধর করা বলে অভিযোগ। স্থানীয় চাল ব্যবসায়ী রুস্তম আলি তখন ঘটনার প্রতিবাদ করেন। তারপর রুস্তম আলির উপর অটো চালকরা চড়াও হয়। তাঁকে মারধর করা হয় এবং ভাঙচুর করা হয় তাঁর দোকান। এরপরেই ক্ষুব্ধ জনতা মহীপাল এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে। এর জেরে আটকে পরে বিভিন্ন রুটের বাস সহ অন্যান্য গাড়ি।

পরে কুশমণ্ডি থানার পুলিশের হস্তক্ষেপে ঘণ্টাখানেক পর অবরোধ ওঠে। শুরু হয় যান চলাচল। আক্রান্ত যাত্রী পুলিশকে বিষয়টি মৌখিকভাবে জানালেও কোনও অভিযোগ দায়ের করেনি।

রুস্তম আলি বলেন, “আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করা হয়, দোকানে ভাঙচুর চালানো হয়। পুলিশকে সব জানিয়েছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here