কবিরুল ইসলাম কঙ্ক, বেলডাঙ্গাঃ
স্বাস্থ্যই সম্পদ কিন্তু সেই স্বাস্থ্য রক্ষার্থে আমরা প্রায়শই হয়ে পড়ি অসচেতন। সেই সচেতনতা বৃদ্ধি করতেই এগিয়ে এল মণীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়। শুধু পড়াশোনা নয়, সেই সাথে বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করে থাকে বেলডাঙ্গা চক্রের মণীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়। ছোটছোট পড়ুয়ারাতো বটেই গ্রামের বড়রাও অনুপ্রাণিত হয় বিদ্যালয়ের এই আয়োজনে।তারই ধারাবাহিকতায় আজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল ‘পতঙ্গবাহিত রোগ সম্পর্কে আলোচনা সভা’। আলোচনা ছাড়াও ছোটছোট ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দর করে তোলে। তবে সবথেকে আকর্ষণ ছিল মণীন্দ্রনগর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মশাবাহিত রোগ নিয়ে সচেতনতামূলক নাটক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মুর্শিদাবাদ জেলার প্রাথমিকের জেলা পরিদর্শক মাননীয় নীহারকান্তি ভট্টাচার্য, বেলডাঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মাননীয় সুশান্ত মণ্ডল এবং বেলডাঙ্গা চক্রের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষকা এবং সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন বেলডাঙ্গা ব্লকের ‘মিশন নির্মল বাংলা অভিযান‘-এর সদস্য ও সদস্যাবৃন্দ। অনুষ্ঠানের মধ্যে এলাকার দুঃস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584