ছাত্রী খুনে অভিযুক্তর প্রকাশ্যে ফাঁসির দাবি রামদেবের

0
76

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ফরিদাবাদ কলেজ ছাত্রী হত্যাকাণ্ডকে লাভ জিহাদ বলে দাবি করলেন বাবা রামদেব। অভিযুক্ত তৌসিফকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য যোগগুরুর। তিনি বলেন, লাভ জিহাদের নামে দেশের বিভিন্ন প্রান্তে খুনোখুনি অত্যন্ত লজ্জাজনক, দেশকে কালিমালিপ্ত করছে এসব ঘটনা।

Baba Ramdev | newsfront.co
বাবা রামদেব

সেই সঙ্গে তাঁর মন্তব্য, এধরণের ঘৃ্ণ্য অপরাধ বন্ধ করতে হলে দোষীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া প্রয়োজন। বৃহস্পতিবার পতঞ্জলি যোগপীঠের একটি ধর্মীয় অনুষ্ঠানে এসে ফরিদাবাদের ঘটনা প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

বাবা রামদেবের অভিমত, লাভ জিহাদ রুখতে কড়া আইন প্রণয়ন দরকার। মহিলাদের সঙ্গে অন্যায় হলেই কঠোর শাস্তি দিতে হবে দোষীদের। তিনি ইসলামিক ধর্মগুরুদের প্রতি আহ্বান জানান, লাভ জিহাদের প্রতিবাদ জানাতে এবং এমন অপরাধের নিন্দা করতে।

আরও পড়ুনঃ মিথ্যা কথা বলায় মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারব নাঃ রাহুল

হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ দাবি করেছেন, বল্লভগড়ে কলেজ ছাত্রীর খুনে অভিযুক্ত যুবক কংগ্রেস নেতাদের আত্মীয়। তিনি আরও বলেছেন, ২০১৮ সালে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে এফআইআর হয়েছিল এবং কংগ্রেস নেতাদের চাপে তা তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ঘুষ কাণ্ডে সুপ্রিমকোর্টে স্বস্তি পেলেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত

মঙ্গলবার প্রকাশ্যে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের ঘটনায় বছর একুশের তৌসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তরুণীর পরিবারের দাবি, বিয়ে করার জন্য তাঁদের মেয়ের ওপর চাপ সৃষ্টি করতো তৌসিফ। ২ বছর আগে ওই তরুণীকে তৌসিফ অপহরণ করেছিল বলে অভিযোগও করা হয়েছিল।

পুলিশ সূত্রেও এই তথ্য সমর্থন করা হয়েছে যে, তৌসিফের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। কিন্তু তরুণীর বাবা জানান যে, তাঁরা এ বিষয়ে আর কোনও তদন্ত চান নি, তাই সেই এফআইআর তুলে নেওয়া হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here