হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর হুডাকে জমি বন্টন মামলায় জামিন বিশেষ আদালতের

0
58

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

সোমবার পঞ্চকুল্লা পিএমএলএ বিশেষ আদালত জমি বন্টন মামলায় হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা-সহ আরও ২০ জনের জামিন মঞ্জুর করে।

Bhupinder Hooda | newsfront.co
ফাইল চিত্র

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতায় থাকাকালে হরিয়ানা আরবান ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা জমির মধ্যে ১৪ টি শিল্পের উপযোগী জমি নিজের পরিচিতদের অনৈতিকভাবে ও অনেক কম দামে পাইয়ে দিয়েছিলেন।

পঞ্চকুল্লা এলাকায় উৎকৃষ্ট জমিগুলির মধ্যে বাছাই করা ১৪টি জমি যেগুলির সরকার ধার্য দাম বিক্রিত দামের অন্তত ৪/৫ গুন বেশি, বাজার মূল্য অন্তত ৭/৮ গুন বেশি। জমির মোট মূল্য ছিল ৩০.৩ কোটি টাকার কাছে।যাঁরা কিনেছিলেন তাঁরা সকলেই হুডার কাছের লোক।

আরও পড়ুনঃ টিকিটের জন্য বিশাল বিজেপিতে গেছেঃ গুরুং

গতমাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই জমি কেলেঙ্কারি বিষয়ে একটি প্রসিকিউশন অভিযোগ করে ভুপিন্দর সিং হুডা ও আরো ২০ জনের বিরুদ্ধে। পিএমএল আইন ২০০২ এর বিভিন্ন ধারায় এঁদের বিরুদ্ধে অভিযোগ আনে ইডি। পঞ্চকুল্লার বিশেষ আদালতে অভিযোগ জানায় ইডি। এই মামলাতেই বিশেষ আদালত হুডা সহ ২০জনের জামিন মঞ্জুর করে এদিন। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৭ এপ্রিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here