শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন এক গৃহবধূ। শেষমেষ বাড়ির লোকেদের বক্তব্য ওই বধূ কে ভুতে ধরেছে। তাই ওঝা ডেকে নিয়ে এসে ভূত তাড়ানোর নামে ওঝার নিদানে জুতো মুখে নিয়ে গ্রাম ঘুরতে হয়েছে গৃহবধূকে।এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং নানান ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ উঠেছে গ্রামে।তাই ভূতের কথা মিথ্যা ,ওঝার ধান্দাবাজি বিরুদ্ধে এলাকার বাসিন্দাদের সচেতন করতে এবং কুসংস্কার মুক্ত করতে গান বেঁধে গান করলেন বাউল শিল্পী স্বপন দত্ত।
মঙ্গলবার কালনা ২নম্বর ব্লকের সাতগাছি গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়া গ্রামে এসেছিলেন বাউল শিল্পী স্বপন দত্ত।এদিন মাঝের পাড়া গ্রামের প্রতিটি বাড়িতে বক্তব্যর মধ্যে দিয়ে এবং নিজে গান বেঁধে বাউল গান পরিবেশন করলেন বাড়ি বাড়ি।স্বপন দত্ত বাড়ি বাড়ি গিয়ে প্রচার এর মাধ্যমে তুলে ধরেছেন যে ভূত বলে কোন কিছু হয়না এটা মনের দুর্বলতা এবং ওই বধূ দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন তাই মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন এর সঙ্গে ভুতের কোন সম্পর্ক নেই। ওঝার নিধান মিথ্যে কথা তাই তিনি আবেদন রাখেন সকলে সচেতনভাবে জোট বদ্ধ হয়ে পুলিশের সহযোগিতা নিয়ে ওঝার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।
জানা গিয়েছে যে গত কয়েকদিন আগে মাঝের পাড়ার বাসিন্দা এক বধুর ভুতে ধরেছে বলে ওঝা ডেকে নিয়ে এসে নিধান মতো জুতো মুখে নিয়ে সারা গ্রাম ঘোরানো হয়।তাই বধুর উপর এই ধরনের নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।তবে ওঝার নিদানে কাজের কাজ কিছু হয়নি।ওই অসুস্থ বধূকে চিকিৎসার জন্য কোলকাতার কোন হাসপাতালে পাঠিয়েছেন পরিবারের লোক জনেরা।এই ধরনের ঘটনায় স্তম্ভিত গোটা এলাকার বাসিন্দারা।তাই ভূত আদতে কি,কুসংস্কার মুক্ত করতে এলাকায় এগিয়ে এসেছেন বাউল শিল্পী স্বপন দত্ত।এদিন তিনি সারা এলাকায় যান এবং বাড়ি বাড়ি গানের মধ্য দিয়ে সচেতনতা বাড়াতে কুসংস্কার মুক্ত করতে গান পরিবেশন করেন।
গ্রামে বাউল শিল্পীর সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিয়ে যে ধরনের উদ্যোগ তিনি গ্রহণ করেছেন অভিনন্দন জানিয়েছেন কালনা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মিলন দেব গড়িয়া। তিনি জানিয়েছেন যে “উহার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে বলা হয়েছে আমরা কুসংস্কার দূর করতে এলাকায় সচেতনতামূলক প্রচার অভিযান চালাবো শীঘ্রই।”
আরও পড়ুনঃ ওঝার ঝাড়ফুঁকে প্রাণ ওষ্ঠাগত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584