বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় আইনজীবীকে প্রহার

0
65

শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

দ্রুত গতিতে গাড়ি চালানোর প্রতিবাদ করায় আক্রান্ত আইনজীবী।আক্রান্তের নাম দেবরাজ চক্রবর্তী।দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট আদালতের আইনজীবী তিনি।বৃহস্পতিবার রাতে বালুরঘাট শহরের ঘোষপাড়ায় একটি টাটা-ইন্ডিকা গাড়িকে প্রচন্ড গতিতে বেপরোয়া ভাবে যেতে দেখে তিনি প্রতিবাদ করে ছিলেন। অভিযোগ এই অপরাধে গাড়ি আরোহী দুইজন তাকে বেরধরক মারধোর করে পালিয়ে যায়। ঘটনায় শুক্রবার বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করেন আক্রান্ত আইনজীবী।

নিজস্ব চিত্র

এদিন অভিযোগ করে আইনজীবি বলেন রাতে খুবই জোরে এসবিআই-এর লোগো লাগানো গাড়িটি লোকালয়ের ভেতর দিয়ে যাওয়ায় তিনি প্রতিবাদ করেছিলেন মাত্র।আর তাতেই গাড়িটি ফিরে এসে ভেতর থেকে রমনী সিং ও দিবাকর সিং নামের দুইজন নেমে এসে তার উপর চড়াও হয়ে তাকে বেধরক ভাবে মারধোর করেন।সেই সঙ্গে গলা থেকে সোনার চেইন ও পকেটে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকাও ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ করেছেন আইনজীবী দেবরাজ বাবু। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ দা দিয়ে শ্বাশুড়িকে খুন করল বৌমা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here