লকডাউনের কারনে আটকে পড়েছেন মৌপালকরা

0
34

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের কারণে বেশ কয়েকজন মৌমাছিপালক উত্তর দিনাজপুর জেলার করণদিঘির জঙ্গলে আটকে রয়েছেন। লকডাউনের কারণে তাঁরা বাড়ি ফিরতে পারছেন না। এদিকে তাঁদের কাছে সঞ্চিত রসদ ফুরিয়ে আসায় সেসব মৌমাছিপালক চরম বিপাকে পড়েছেন। তাঁদের অনেক মৌমাছি বাক্সের মধ্যেই মরে গিয়েছে।

Bee farm | newsfront.co
ছবিঃ প্রতীকী

এতে পেশাগতভাবেও অনেক ক্ষতির আশঙ্কা করছেন সেইসব মৌপালকরা। চিনির দাম বেড়ে যাওয়ায় তাঁরা মৌমাছিদের চিনি কিনেও খাওয়াতে পারছেন না। এছাড়াও আরও শতাধিক মৌপালক বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন। তাদের বাড়ি মালদা জেলায়।

আরও পড়ুনঃ মুরগি পোলট্রিতে খাবার নেই, চিকেনের অভাব জেলা জুড়ে

জানা গিয়েছে, মালদার মৌপালকরা মরশুমের বিভিন্ন সময় নিজের জেলা ছেড়ে মধু সংগ্রহের উদ্দেশ্যে পাড়ি দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। এখন লকডাউনের কারণে তাঁদের আর বাড়ি ফেরার উপায় নেই। তাদের বক্তব্য, করণদিঘি মৌচাষের পক্ষে ভালো জায়গা। তাই আমরা করণদিঘি এসেছিলাম।

যদিও লকডাউনের জন্য এখন এখানেই আটকে পড়েছি। এই মুহূর্তে প্রশাসনের আমাদের পাশে দাঁড়ানো প্রয়োজন। আমাদের খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। পা-এ হেঁটে বা কোন উপায়ে যে তারা মালদা ফিরে যাবেন তাতেও সমস্যা দেখা দিয়েছে মৌমাছি পালনের বাক্সগুলি নিয়ে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here