তৃণমূল নেতাদের হাঁড়ি হাটে ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভারতী জানালেন,দাগমুক্ত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন

0
153

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

তৃণমূল নেতাদের হাটে হাঁড়ি ভাঙার হুমকি দিলেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।তিনি এদিন দলের নেতা কর্মীদের নিয়ে খড়গপুর গ্রামীনের বসন্তপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন।তাঁর বিরুদ্ধে দাসপুর সোনা প্রতারণা মামলায় সিআইডি চার্জশিট পেশ করেছে আদালতে।

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

ভোটের সময় সাক্ষ্য ও অভিযোগকারীকে হুমকি দিচ্ছেন।রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টে আবেদন করেছে তিনি যাতে পশ্চিম মেদিনীপুরে ঢুকতে না পারে। ১৫ এপ্রিল সেই মামলার শুনানী রয়েছে।তার আগে শনিবার সকালে প্রচারে বের হন।

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

প্রচারের ফাঁকে তিনি বলেন,আমি আগে দাগমুক্ত হয়েছি এরপর বিজেপিতে যোগ দিয়েছি।আমি এখন রাস্তায় নেমে এসেছি। সবথেকে বড় আদালত মানুষের আদালত।যারা অন্যায় করে,চুরি করে তারা ভয় পায়।আমি কোনো অন্যায় করিনি।

আরও পড়ুনঃ ভারতীর জেলায় আসা নিয়ে মন্তব্য করতে নারাজ দেব

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

তাই কাউকে ভয় করবো না।সব তৃণমূল নেতার কেচ্ছা আমি জানি।এবার হাটে হাঁড়ি ভেঙে দেব।প্রথমে আমার গাড়ি ভাঙা হলো। এরপর এজেন্টকে মারধর করা হলো।এতেও না দমাতে পারায় এখন সুপ্রিমকোর্টের কাছে গেছে আমাকে আটকাতে।

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কে দুর্নীতি গ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন, যিনি নারদা,সারদা কেলেঙ্কারীতে জড়িত তাঁদের এমএলএ, এমপি হওয়ার টিকিট দেন, দুর্নীতি আড়াল করতে কোটি কোটি টাকা খরচ করেন। এখন টেট কেলেঙ্কারি, মাধ্যমিক প্রশ্ন ফাঁস , দাঁড়িভিটের মতো ঘটনা ঘটেছে।এসবের জন্য দায়ী মুখ্যমন্ত্রী।

Bharati warning to the tmc leader
নিজস্ব চিত্র

এসপি থাকাকালীন তিনি যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেননি তা সাফ জানিয়ে বলেন,অবৈধ বালি খাদান বন্ধ করে দিয়েছি।গরু পাচার বন্ধ করে দিয়েছি।নির্বাচনে গোলমাল পাকাতে জলপাই পোশাক পরা ৪০০ জন তৃণমূল কর্মী এলাকায় এলকায় ঘুরে বেড়াচ্ছে।

এবিষয়ে তিনি বলেন,আমার কাছে সব খবর আছে।কার নেতৃত্বে এসব হচ্ছে,কোন দর্জির দোকানে এই পোশাক কাটা হচ্ছে সব জানি।বেশি বাড়াবাড়ি করলে পোশাক তুলে দেব,তৃণমূলের লোকদেরও তুলে দেব।রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে বা তাঁকে আটকাতে যত চেষ্টাই করুক তিনি যে দমবার পাত্রী নন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলার তৃণমূল নেতারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here