পিয়ালী দাস,বীরভূমঃ
ফের বড়সড় সাফল্য বীরভূম পুলিশের ।প্রথমবার চব্বিশ দ্বিতীয়বার চুয়ান্ন। পরপর উদ্ধার হচ্ছে চুরি যাওয়া স্মার্টফোন।
বীরভূমের বিভিন্ন জায়গায় বেড়েছে চোরের উৎপাত ,তার সাথে তাল মিলিয়ে বেড়ে চলেছে মোবাইল চুরির ঘটনা ।যদিও সংখ্যাটা সবথেকে বেশি সদর শহর সিউড়িতে । মোবাইল হোক বা অন্যকিছু। কিন্তু চুরি গেলেও হাত গুটিয়ে বসে নেই বীরভূম পুলিশ। শুধুমাত্র স্মার্টফোনের জন্যই করা হয়েছে বিশেষ প্রতিনিধি দল, যারা দিনরাত্রি অক্লান্ত পরিশ্রম করে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা স্মার্ট ফোন উদ্ধার করে চলেছে একের পর এক।
বীরভূমের তেইশটি থানা এলাকার যে কোন থানায় অভিযোগ দায়ের হলেই সঙ্গে সঙ্গে সেই অভিযোগ ফরওয়ার্ড করা হচ্ছে বীরভূম পুলিশ সুপারের অফিসে ।সেখান থেকেই এই বিশেষ প্রতিনিধি দল মোবাইলের আইএমইআই নাম্বার দিয়ে লোকেশন খোঁজার চেষ্টা করছে এবং সাফল্য পাচ্ছে বহুবার। পুলিশ সুপার জানিয়েছেন মোবাইল এখনকার দিনে শুধুমাত্র ফোন করার জন্য নয়, অনেক গুরুত্বপূর্ণ নথি ও রাখা থাকে মোবাইলে ।মোবাইল শরীরের অঙ্গের মত জড়িয়ে রয়েছে আমাদের সাথে, আর সাধারণ মানুষের সেই মোবাইল চুরি যাওয়াতে ক্ষতি হয়ে যাচ্ছে অনেক। সেই কারণেই এই টিম গড়া হয়েছে বীরভূমে। মোবাইল ফেরত পাওয়ার পর সাধারণভাবেই খুবই খুশী ও আনন্দিত সাধারন মানুষ। ধন্যবাদ জানাতে ভুলছেন না বীরভূম পুলিশকে। পুলিশ সুপার কুনাল আগরওয়াল জানিয়েছে সাধারণ মানুষের হাতে এই মোবাইল তুলে দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। রাজ্যের প্রথম এই ব্যবস্থা বীরভূমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584