বিরল আকৃতির বাছুরের জন্ম, এলাকায় শোরগোল

0
138

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

একটি বিরল আকৃতির বাছুরের জন্মকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেল দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের শেরপুর এলাকায়।জানা যাচ্ছে, জন্ম হওয়া বাছুরটি তিনটি চোখ, চারটি মুখ গহ্বর, দুটি জিহ্বা ও চারটি নাসারন্ধ বিশিষ্ট ।

Calf | newsfront.co
নিজস্ব চিত্র

সোমবার রাতে শেরপুর এলাকার বাসিন্দা প্রহ্লাদ পালের বাড়িতে বিরল আকৃতি’র বাছুরটি জন্ম নেয়। বিরল আকৃতির বাছুর জন্ম নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হইচই পড়ে যায়। মঙ্গলবার সকাল থেকে বিরল আকৃতির বাছুরটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে অনেকেই ছুটে আসেন প্রহ্লাদ সরকারের বাড়িতে।

আরও পড়ুনঃ নিজের সদ্যোজাত শাবককে খেয়ে ফেলল মা, অনুমান চিড়িয়াখানা কর্তৃপক্ষের

এলাকাবাসীরা জানান, ‘অঙ্গ প্রত্যঙ্গগুলি স্বাভাবিক আকারের না হওয়ার ফলে জন্মের পর থেকেই মাথা উঁচু করে দাঁড়াতে এবং দুধ পান করতে পারছেনা বাছুরটি।’এই বাছুরটির জন্মের পিছনে এলাকার কিছু কিছু ধর্মপ্রাণ মানুষ ঐশ্বরিক কারণকেই তুলে ধরেছেন। যদিও চিকিৎসা শাস্ত্র মতে সাধারনত জিনগত সমস্যার কারণে এই ধরনের বাছুরের জন্ম হয়ে থাকে। বৈজ্ঞানিক ভাষায় একে কনজেন্টাল ম্যালফরমেশন (Congenital Malformation) বলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here