ফুলের মালা পরিয়ে পরিযায়ী শ্রমিকদের অভ্যর্থনা বিজেপির

0
31

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

মহামারী করোনা ভাইরাসের মোকাবিলায় সারা দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে এ রাজ্যের বহু শ্রমিক আটকে পড়েছে ভিন রাজ্যে।

bjp leaders congratulate to Migrant workers in medinipur | newsfront.co
নিজস্ব চিত্র

বুধবার উড়িষ্যা থেকে পায়ে হেঁটে মেদিনীপুর শহরে এসে পৌঁছালো ৪ জন পরিযায়ী শ্রমিক। জানা গেছে ঝাড়খণ্ড সীমান্ত পর্যন্ত ৭০ কিমি পেঁয়াজের গাড়িতে আসে এই ৪জন পরিযায়ী শ্রমিক। নয়া গ্রাম হয়ে পায়ে হেঁটে মেদিনীপুর শহরে আজ এসে পৌঁছায় তারা।

আরও পড়ুনঃ বন্ধ কোম্পানি খোলায় খুশি শ্রমিক মহল

জানতে পারে কোতোয়ালি থানার পুলিশ সাহায্য করতে পারে। সেজন্য সকালেই তারা চলে আসে থানায়। তাদের দেখতে পেয়ে ফুলের মালা পরিয়ে টিফিনের ব্যবস্থা করে বিজেপি।

পরে কোতোয়ালি থানার একটি মন্দিরে তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়। পুলিশ তাদের দুপুরে খাবারের ব্যবস্থা করে। জানা গেছে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকায় তাদের পাঠানোর ব্যবস্থা করবে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here