‘কাটমানি’ ইস্যুতে কোচবিহার পৌরসভায় বিক্ষোভ বিজেপির

0
31

মনিরুল হক,কোচবিহারঃ

কাটমানি ইস্যুকে সামনে রেখে কোচবিহার শহরে বিক্ষোভ দেখালো বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা।শনিবার ৫ দফা দাবির ভিত্তিতে কোচবিহার পৌরসভায় অভিযান করে বিক্ষোভ দেখালো ওই সংগঠন।

এইদিন যুব মোর্চার নেতারা অভিযোগ তোলেন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে শহরের মানুষকে ঘর পাইয়ে দেবার নাম করে কাটমানি নিয়েছে পৌর কাউন্সিলাররা।এই অভিযোগ এনে অবিলম্বে টাকা ফেরতের দাবি নিয়ে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ আন্দোলনে সামিল হয় তারা।

BJP protests against Katmani
নিজস্ব চিত্র

যুব মোর্চার কোচবিহার জেলা সভাপতি সমীর রায় বলেন, উন্নয়নের কাজে কোচবিহার পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ। বর্তমানে এই পৌরসভা দুর্নীতির আখড়া পরিণত হয়েছে। সাধারন মানুষ এই পৌরসভা সভা থেকে কোনো রকম পরিষেবাই পাচ্ছে না। বিভিন্ন ক্ষেত্রে নাগরিকরা কাজ করতে গেলে তাদের কাটমানি দিতে হচ্ছে বলে অভিযোগ। যুব মোর্চার এই বিক্ষোভ আন্দোলনকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পৌরসভা চত্বরে।

BJP protests against Katmani
ভূষণ সিং,পুরপতি।নিজস্ব চিত্র

তবে কাটমানি ইস্যুতে বিজেপির অভিযোগকে মানতে নারাজ কোচবিহার পৌরসভার পৌরপতি ভূষণ সিং। তিনি বলেন, যুব মোর্চার এই অভিযোগের কোন তথ্য নেই সঠিক তথ্য নিয়ে কোন কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ করলে ব্যবস্থা নেবে পৌর কতৃপক্ষ।

আরও পড়ুনঃ নেতার বাড়িতে টাকা ফেরতের দাবিতে চড়াও,প্রমাণ দিলে ফেরতের অঙ্গীকার

তিনি আরও বলেন,আমাদের মুখ্যমন্ত্রী কাটমানি ইস্যুতে সরব হতে বলেছেন। তাই বিজেপি যদি সঠিক তথ্য পেশ করতে পারে তবে তাদের আন্দোলনের পাশে থাকতে রাজি আমরা।

পাশাপাশি তার দাবি, ডান-বাম উভয় পক্ষের কাউন্সিলাররা এখানে আছেন।পৌরবোর্ড ও কাউন্সিলারের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠেনি। রাজ্য জুড়েই এই ইস্যুকে সামনে রেখে আন্দোলন হচ্ছে। তাই বিজেপিও এখানে করল, তবে তাদের কাছে কোনও সঠিক তথ্য নেই বলে জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here