মনিরুল হক, কোচবিহারঃ
ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষের আহত এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ নং ব্লকের অন্তর্গত ভেটাগুড়ি এলাকায়। আক্রান্ত ওই তৃণমূল কর্মীরা নাম অনন্ত বর্মন (৩৭)। ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনার আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে দিনাহাটা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
অভিযোগ,গতকাল গভীর রাতে ভেটাগুড়ি বাজার থেকে বাড়ি ফেরার পথে বিজেপির গুন্ডা বাহিনী অনন্ত বর্মণকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধোর করে বলে অভিযোগ। যদিও বিজেপি তাদের উপর ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুনঃ নাবালক-নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন
এ বিষয়ে তৃণমূল কংগ্রেস দিনহাটা ১নং ব্লক সভাপতি বর্তমান আহ্বায়ক নুর আলম হোসেন বলেন, সিংঙ্গিজানি ভেটাগুড়ি এলাকার অনন্ত বর্মন ও তার আত্মীয় সহ ভেটাগুড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী বর্তমান সংসদ নিশিথ প্রামাণিক তার আশ্রিত দুষ্কৃতীরা অনন্ত বর্মন তার আত্মীয়কে ভেটাগুড়ি চৌপথী থেকে তুলে নিয়ে গিয়ে বেধরক মারধোর করে। সে বর্তমানে দিনহাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584