শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
ভারতীয় জনতা যুব মোর্চার দক্ষিণ দিনাজপুর জেলার কার্যকারিনি বৈঠক অনুষ্ঠিত হলো দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুরের বিজেপির দলীয় কার্যালয়ে।উপস্থিত ছিলেন যুব মোর্চার শতাধিক কর্মী।আজকের সভাতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার,যুব মোর্চার রাজ্য সহ সভাপতি সৌগত বাগচী,যুব মোর্চার জেলা সভাপতি অভিষেক সেনগুপ্ত।
আজকের এই কার্যক্রমে যুব মোর্চার সকল জেলা পদাধিকারিগন,সদস্য ও মন্ডল সভাপতি এবং দুইজন সাধারণ সম্পাদক।এখানে মূল আলোচ্য বিষয় ২০১৯ এর লোকসভা নির্বাচন কে সামনে রেখে বর্তমান সরকারের বিরুদ্ধে লড়াই করা এবং তাদের পরাজিত করে কেন্দ্রীয় সরকারে প্রতিষ্ঠিত করা।এছারা আজকে এই সভাস্থলে জেলার কুশমন্ডি ব্লকের আকছা এবং দেউল অঞ্চলের প্রায় ৫৬ জন যুবক বিভিন্ন দল ছেড়ে প্রতিনিধি মুলক ভাবে বিজেপি দলে যোগদান করেন,তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার।শুভেন্দু বাবু জানান, “লোকে বর্তমান রাজ্য সরকারের কাজে অসুন্তুষ্ট হয়ে বিজেপি দলে যোগ করছে ,সাথে আগামী নির্বাচনে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে এই জেলা নয় সারা রাজ্যে বিজেপির দিকে ঝুঁকছে জন সাধারন।”
আরও পড়ুনঃ চা বাগান শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584