পার্থসারথি জোয়ারদারের শর্ট ফিল্মে বাহামণি সুদীপ্তা চক্রবর্তী

0
142

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পার্থসারথি জোয়ারদারের পরিচালনায় তৈরি হল নতুন শর্ট ফিল্ম ‘ব্ল্যাক রোজ’। ভালোবাসা, রোম্যান্স, স্বার্থপরতার ত্রিকোণ সম্পর্কে সমৃদ্ধ এই শর্ট ফিল্ম। ছবির গল্পের নায়িকা অনু উচ্চাকাঙ্খী। সুখ আর আতিশয্যে মুড়ে রাখতে চায় সে জীবনকে।

sudipta chakraborty | newsfront.co

acting | newsfront.co

ওদিকে সে ভালোবাসে সোমু নামের এক নিম্ন মধ্যবিত্ত ছেলেকে। তবে সেই ভালোবাসায় খাদ আছে। অনু ভাবে সে ভুল করেছে সোমুকে ভালোবেসে। ওদিকে সোমু তার প্রেমের দু’বছর সেলিব্রেট করতে একটা রিসর্টে যায় অনু, অনুর বন্ধু আর তার বরকে নিয়ে ৷

এরই মাঝে ওদের মধ্যে এসে উপস্থিত সোমুর বন্ধু কুনাল। সে অনুর ভাবগতি আন্দাজ করতে পারে। অনু কুনালকে জানায় সোমু তার উপযুক্ত নয়। সে কুনালের সঙ্গে থাকতে চায়। এরপর কী হল তা জানার জন্য দেখতে হবে ‘ব্ল্যাক রোজ’।

shortfilm | newsfront.co

shooting | newsfront.co

আরও পড়ুনঃ স্টুডিও পাড়ার পথ সারমেয়দের পাশে বিনোদন দুনিয়ার দম্পতি

অনুর চরিত্রে সুদীপ্তা চক্রবর্তী। বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা, কুনালের চরিত্রে স্বর্ণ শেখর। এ ছাড়াও আছেন তেজ নারায়ণ, অরুন্ধতী চক্রবর্তী, তীর্থঙ্কর চক্রবর্তী, রাহুল খান। সিনেমাটোগ্রাফিতে মলয় মণ্ডল।

actor | newsfront.co

আরও পড়ুনঃ ‘ইয়াস’ কবলিতদের পাশে নীল-তৃণা

পোস্ট প্রোডাকশনের দায়িত্ব সামলেছে ‘রেন্ট সিনেমাটিক স্টুডিও’। ছবিটি ইতিমধ্যেই হাজির ‘স্পার্ক ফিল্মস’-এর ইউটিউব প্ল্যাটফর্মে। দেখতে পারেন। মন্দ লাগবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here