নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও ফালাকাটা ব্লক প্রশাসনের ব্যাবস্থাপনায় “ইন্টার টি গার্ডেন ফুটবল টুনামেন্ট” অনুষ্ঠিত হচ্ছে দলগাঁও ফুটবল ময়দানে।
জানা গেছে, এই “ইন্টার টি গার্ডেন ফুটবল টুনামেন্ট”-এ ১৪ টি পুরুষের দল ও ৫ টি মহিলাদের দল মোট ১৯ টি দল অংশ গ্রহন করে। গত কাল থেকে এই টুনামেন্ট শুরু হয় আজ অর্থাৎ শুক্রবার শেষ দিন
আরও পড়ুনঃ ফাঁসিদেওয়ায় নাবালিকার বিয়ে রুখলো প্রশাসন
এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার,দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খারিয়া সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা।
এদিন ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার জানান,”দুদিন ব্যাপী এই “ইন্টার টি গার্ডেন ফুটবল টুনামেন্ট’ অনুষ্ঠিত হচ্ছে দলগাঁও ফুটবল ময়দানে। অংশগ্রহণকারী প্রত্যেক টিম কে জার্সি ও ফুটবল দেওয়া হবে। এই টুনামেন্ট থেকে যে পুরুষের দল ও মহিলার দল চ্যাম্পিয়ন হবে তারা জেলায় খেলতে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584