শ্যামল রায়,বর্ধমানঃ
বুধবার কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন হলো হাসপাতালে সুপার এর উদ্যোগে সুপারের নিজের বাড়িতেই। রক্তদান শিবিরের উদ্বোধন করেন কালনা পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। এছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ।
কৃষ্ণচন্দ্র বাড়ি জানিয়েছেন যে দীর্ঘদিন ধরেই হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট চলছে।

বুধবার পর্যন্ত ব্লাডব্যাংকে মাত্র ৩০ বোতল রক্ত মজুত রয়েছে। হাসপাতালের ব্লাড ব্যাংক এই রক্ত সংকট মেটাতে নিজেই উদ্যোগ গ্রহণ করে এবং রক্তদান শিবির হয়। এই শিবিরে দুইজন মহিলা সহ মোট ৪১ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এছাড়াও হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বাড়ৈ জানিয়েছেন যে হাসপাতালে দুই জন চিকিৎসক ও এদিন রক্ত দিয়েছেন। দিয়েছেন প্যারামেডিকেল বিভাগের বেশ কয়েকজন কর্মী।
এই রক্তদান শিবিরের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী দিন রক্ত সংকট মেটাতে আরো রক্তদান শিবির করার উদ্যোগ তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584